বছরটা বেশ ভালোই 𝓰যাচ্ছে ভারতীয় দলের ক্রিকেটার সর🎉ফরাজ খানের। চলতি বছরের শুরুতে মুম্বই রঞ্জি দলের হয়ে টানা ভালো পারফরমেনস করছিলেন সরফরাজ খান, সেই সুবাদেই তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল। আর সুযোগ পেয়েই তিনি তা কাজে লাগিয়েছিলেন, করেছিলেন নিজের প্রথম অর্ধশতরান।
ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ-
পিছিয়ে পড়েও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ৪-১ জিতেছিল ভারতীয় দল। রোহিতের তরুণ ব্রিগেডে ভালোই পারফরꦛমেনস ছিল সরফরাজের। এরপর বাংলাদেশ সিরিজে তিনি সেভাবে সুযোগ পাননি, ♕কারণ সিনিয়র ক্রিকেটার লোকেশ রাহুলকেই আগে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু শুভমন গিল চোট পেতেই প্রথম একাদশে দরজা খুলে যায় সরফরাজের কাছে, আর তা কাজে লাগিয়েই প্রথম টেস্টে ১৫০ রানের ঝকঝকে ইনিংস খেলেন সরফরাজ।
২০২৩ সালে চার হাত এক হয় সরফরাজ-রোমানার-
গত বছর অগাস্ট মাসেই চার হাত এক হয়েছিল সরফরাজ খা꧙ন এবং তাঁর স্ত্রী রোমানার। এবার তাঁদের জীবনেই এল নতুন অতিথি। সদ্যজাত সন্তানকে নিয়ে ইতিমধ্যেই ছবি পোস্ট করেছেন ক্রিকেটভক্তদের সুখবর জানিয়েছেন ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। তিনি বর্তমানে দলের সঙ্গেই রয়েছেন, খেলছেন নিউজিল্য়ান্ড সিরিজে।
সরফরাজ বাবা হতেই সিনিয়রদের একহাত নেটপাড়ার-
প্রসঙ্গত সরফরাজ খানের বাবা হওয়া কথা নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ বিদ্রুপ করেছেন ভারতীয় দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারের। যারা নিজেদের পরিবারকে গুরুত্ব দিতে গিয়ে অনেক সময়ই সিরিজ না খেলে বিশ্রাম নিয়ে থাকেন। দেশের প্রতি এবং খেলার প্রতি দায়বদ্ধতা🍬 কাকে বলে, সেটা তরুণ🎶 সরফরাজের থেকে শেখা উচিত অনেক ক্রিকেটারের, এমন পোস্টও দেখা গিয়েছে নেটপাড়ায়।
আরও পড়ুন-‘এখন🔯 নয়, ৩১ তারিখের মধ্যে জানাব’, IPL নিয়ে CSKকে বার্তা ধোনির! জিইয়ে রইলꦜ ধোঁয়াশা
বাবার সঙ্গে তিন প্রজন্মের সদস্যের ছবি পোস্ট সরফরাজের-
ছেলে হওয়ার সুসংবাদ পাওয়ার পরই নিজের সোশাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে সেকথা জানান সরফরাজ। বাবা নওশাদের সঙ্গেও হাসি মুখে সন্তানের ছবি পোস্ট করেন মুম্বইয়ের হয়ে খেলা উত্তরপ্রদেশের এই ক্রিকেটার। চলতি মাসেই ১৯ অক্টোবর দেখা পেয়েছিলেন প্রথম আন্তর্জাতিক শতরানের। আর তাঁর দুদিন পরেই তিনি দেখা পেলেন জীবনের সব থেকে দ🐷ামি সম্পদ নিজের সন্তানের।