আইপিএলে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়েও হতাশ হতে পারেন রিয়ান পরাগ, অভিষেক শর্মা, মায়াঙ্ক যাদবরা। আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য নতুনদের সামনে জাতীয় দলের দরজা খুলবে না, এমনটাই ইঙ্গিত মিলল বিসিসিআইয়ের অন্দরমহল থেকে। বিসিআইয়ের সূত্র মারফৎ সংবাদ সংস্থা পিটিআই জানতে পেরেছে যে, অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি আন্তর্জাতিক টি-২০ ক্🌟রিকেটে পরীক্ষিত তারকাদের উপরেই আস্থা রাখতে চলেছে বিশ্বকাপে।
অবশ্য আইপিএলে নজর কাড়া তারকাদ𝔍ের দিকে যে জাতীয় নির্বাচকদের নজর নেই, এমনটা নয় মোটেও। বিশ্বকাপে উপে🦋ক্ষিত থাকলেও বিশ্বকাপের পরে দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে জাতীয় দলের দরজা খুলতে পারে নতুনদের সামনে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘বিশ্বকাপের স্কোয়াড নিয়ে কোনও পরীক্ষা-নিরীক্ষা করা হবে না। যাঁরা ইতিমধ্যেই ভারতের হয়ে খেলেছেন এবং আইপিএল ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম্যান্স উপহার দিয়েছেন, তাঁদেরকেই বিবে൩চনা করা হবে বিশ্বকাপের স্কোয়াডে।’
নতুনদের দিক থেকে মুখ ফিরিয়ে থাকলেও নির্বাচকরা বিশ্বকাপের দলে ঋষভ পন্তকে জায়গা করে দিতে চলেছেন বলে খবর। ১৫ ♏জনের স্কোয়াড ও ৫ জন স্ট্যান্ড-বাই মিলিয়ে সম্ভাব্য ২০ জনের তালিকাও ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেটমহলে। সম্ভাব্য সব তারকার নামই রয়েছে ২০ জন ক্রিকেটারের পুলে। যদিও কাদের স্ট্যা🔯ন্ড-বাই হিসেবে থাকতে হয়, সেটা দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের মনে তৈরি হয়েছে আগ্রহ।
আরও পড়ুন:- ম♍ার খেয়ে ‘হাড় গুঁড়ো’ হচ্ছে বোলারদের, IPL-এ ইমপ্যাক্ট পরিবর্🐼ত তুলে দেওয়ার দাবি মুডির
বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে বিশ্বকাপের স্কোয়াডে রওাখা হবে কিনা, আইপিএলের আগেই সেই বিষয়ে সংশয় দেখা দিয়েছিল বিশেষজ্ঞদের মনে। তবে কোহলি আইপিএলে যেরকম দুর্দান্ত ছন্দে ব্যাট করছেন, তাতে তাঁকে উপেক্ষা করা কোনওভাবেই সম্ভব হবে না আগরকরদের পক্ষে। তাছাড়া রোহিত যখন অধিনায়ক, তখন ভারতীয় দল কোহলিকে ছাড়া বিশ্বকাপ খেলতে যাবে বলে মনে হয় না।
শিবম দুবে আইপিএলে দুর্দ💧ান্ত ছন্দে রয়েছেন। তাঁকে হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে ব্যবহার করার কথা ভাবতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যুজবেন্দ্র চাহাল আইপিএলে বিস্তর উইকেট নিয়ে চলেছেন। তাই তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে থাকাও কঠিন হবে জাতীয় নির্বাচকদের পক্ষে।
আরও পড﷽়ুন:- 💛Jos Buttler's IPL Cenruries: জোস বাটলারের ৭টি আইপিএল সেঞ্চুরির পূর্ণাঙ্গ তালিকা
স্ট্যান্ড-বাই মিলিয়ে টি-২০ বিশ্বকাপের সম্ভাব্য ভারতীয় স্কোয়াড:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত (উইকেটকিপার), লোকেশ রাহুল (উইকেটকিপারꦦ), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং ও আবেশ খান।