নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার তৃতীয় ও নির্ধারক ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ড দল ২৩৩ রানের লক্ষ্য দিয়ে ছিল, যা 🧸ভারত ৪৪.২ ওভারে চার উইকেট হারিয়ে অর্জন করে। এই সময়ে ওপেনার স্মৃতি মান্ধনা সেঞ্চুরি করেন এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর হাফ সেঞ্চুরি করেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন স্মৃতি মান্ধনা।
আরও পড়ুন… ভিডিয়ো: গুরবাজকে কি ধরে রাখবে KKR? শাহরুখ খানের সঙ্গে 𒀰আফগান তারকার সাক্ষাতের পরে শুরু জল্পনা
লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুটা ভালো হয়নি ভারতের। ১১ বলে ১২ রান করে আউট হন ওপেনার শেফালি বর্মা। চতুর্থ ওভারে গেজের হাতে হান্না রোয়ের বলে আউট হন শেফালি। এরপর ইয়াস্তিকা ভাটিয়ার সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান স্মৃতি মান্ধনা। দুজনেই দ্বিতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়েন। ২১তম ওভারে ইয়াস্তিকাকে ক্যাচ ও বোল্ড করেন সোফি ডিভাইন। তার ব্যাট থেকে ৪♏৯ বলে ৩৫ রানের ইনিংস এসেছিল, যার মধ্যে চারটি চার ছিল। তৃতীয় উইকেটে অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে ১১৭ রানের দুর্দান্ত জুটি গড়েন মান্ধনা🍸। ৪০তম ওভারে মান্ধনাকে বোল্ড করেন হান্না রোয়ে। ১২২ বলে ১০টি চারের সাহায্যে ১০০ রান করেন স্মৃতি।
আরও পড়ুন… বাবর আজম নাকি ভিভিয়ান রিচার্ডস! প্রাক্তন পাক অধিনায়🦂ককে নিয়ে রওামিজ রাজার আজব মন্তব্য
এদিনের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতিতে করেছিল নিউজিল্যান্ড দল। কিউই দল প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ꦚে মাত্র ১৪ রান করে। নিউজিল্যান্ড প্রথম ধাক্কা পায় সপ্তম ওভারে। সুজি বেটস ২ রান করে রানআউট হন। ভারতে দ্বিতীয় সাফল্য এনে দিলেন সায়মা ঠাকুর। অষ্টম ওভারের প্রথম বলে লরেন ডাউনকে (১) ইয়াস্তিকা ভাটিয়ার হাতে ক্যাচ দেন তিনি। ১১তম ওভারে অধিনায়ক সোফি ডিভাইনকে বোল্ড করেন প্রিয়া মিশ্র। ১১ বলে ৯ রান করেন তিনি🐬।
৬৭ বলে ৩৯ রানের ইনিংস খেলেন জর্জিয়া প্লিমার। মারেন ৬টি চার। ১৯তম ওভারে প্লিমারকে আউট করেন প্রিয়া। ২৫🦩তম ওভারে রান আউট হন ম্যাডি গ্রিন। তার ব্যাট থেকে আসে ১৫ রান। ইসাবেলা গেজ (৪৯ বলে ২৫) ষষ্ঠ উইকেটে ব্রুক হ্যালিডে-র সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন। ৩৯তম ওভারে গেজকে ক্যাচ দিয়ে বোল্ড করেন দীপ্তি। ৪৬তম ওভারে দীপ্তির বলে হ্যালিডে ইনিংস শেষ হয়। ৯৬ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮৬ রান করেন তিনি। হান্না রোয়ে ১১, ইডেন কারসন এবং ফ্রান জোনাস ২ রান করেন। লি তাহুহু ১৪ বলে ২৪ র💃ান করে অপরাজিত থাকেন।