ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম মরশুম শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস একটি বড় ঘোষণা করে দিয়েছে। আসন্ন মরশুম শুরুর আগেই দলট🍸ি তাদের সহ-অধিনায়ক পরিবর্তন করে ফেলল। আসুন আমরা আপনাকে জানিয়ে দেওয়া যাক যে ক্রুণাল পান্ডিয়া গত মরশুমে লখনউ সুপার জায়ান্টস দলের সহ-অধিনায়ক ছিলেন। তবে এখন দলের সহ-অধিনায়ক করা হয়েছে নিকোলাস পুরানকে।
বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই তথ্যটি শেয়ার করেছে। ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে, যেখানে দেখা 🉐যাচ্ছে নিকোলাস পুরানের হাতে সহ-অধিনায়কের জার্সি তুলে দিচ্ছেন দলের অধিনায়ক কেএল রাহুল। এই জার্সির পিছনে নিকোলাস পুরানের নাম লেখা আছে এবং তাতে ভিসি লেখা রয়েছে। অর্থাৎ আগামী মরশুমে দলের সহ-অধিনায়ক হলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক নিকোলাস পুরান।
ক্রুণাল পান্ডিয়ার কাছ থেকে কেন নির্দেশ কেড়ে নেওয়া হল?
ফ্র্যাঞ্চাইজির এই সিদ্ধান্তের পর অনেকেই সোশ্ꩵযাল মিডিয়ায় প্রশ্ন তোলেন কেন ক্রুণাল পান্ডিয়াকে সরিয়ে দেওয়া হল। পান্ডিয়ার কাছ থেকে কমান্ড ছিনিয়ে নেওয়ার কারণ স্পষ্ট যে তিনি গত মরশুমে অধিনায়ক হিসাবে ভালো পারফর্ম করতে পারেননি। তার নেতৃত্বে দল নিশ্চিতভাবে প্লে অফে পৌঁছেছিল কিন্তু বেশিদূর যেতে পারেনি। অধিনায়কত্ব পাওয়ার পর ব্যাটসম্যান ও বোলার হিসেবে ভালো পারফর্ম করতে পারেননি তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা বিশ্বাস করতে পারেনি কেন ক্রুণাল পান্ডিয়াকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁরা বিশ্বাস করেন যে রাহুল ছাড়া পান্ডিয়া দলকে আরও ভালো ভাবে পরিচালনওা করেছিলেন।
আরও পড়ুন… সবার জন্য নিয়ম সমান হবে না কেন? হার্দিককে নিয়ে BCCI-এর কাছে ইরফা🍸ন পাঠানের বড় প্রশ্ন
লখনউ সুপার জায়ান্টস স্কোয়াড
কেএল রাহুল (অধিনায়ক), ন🧜িকোলাস পুরান (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক, আয়ুষ বাদোনি, মার্কাস স্টয়নিস, দীপক হুডা, কাইল মায়ার্স, দেবদূত পাডিক্কাল, নবীন-উল-হক, রবি বিষ্ণোই, ক্রুণাল পান্ডিয়া, যুধবীর সিং, যশ ঠাকুর। , প্রেরক মানকদ, অমিত মিশ্র, মায়াঙ্ক যাদব, শামার জোসেফ, মহসিন খান, কৃষ্ণাপ্পা গৌতম, আরশিন কুলকার্নি, শিবম মাভি, এম সিদ্ধার্থ, ডেভিড উইলি, 🐭অ্যাশটন টার্নার, মহম্মদ আর্শাদ খান।
কেএল রাহুলের খেলা নিয়ে ধোঁয়াশা?
আইপিএলের আগে ফের চোট পেয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল। তার খেলা নিয়ে রয়েছে সাসপেন্স। উরুর সমস্যার চিকিৎসার জন্য তিনি লন্ডনে 🐎যেতে পারেন। এর আগে গত বছরও কুঁচকিতে চোট পেয়েছিলেন তিনি। পুরো মরশুমেই বাইরে ছিলেন তিনি। এরপর এশিয়া কাপে কামব্যাক করেন। ওডিআই বিশ্বকাপেও তিনি টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। এখন দেখতে হবে তার চোট কতটা গুরুতর। রাহুল ফিট না থাকলে দলের দায়িত্ব নিতে দেখা যেতে পারে অভিজ্ঞ অধিনায়ক নিকোলাস পুরানকেই।