মাঠে গিয়ে যাঁরা চার-ছক্কার ফুলঝুরি দেখতে পছন্দ করেন, তাঁদের জন্য সুখবর দিলেন সুজন মুখোপাধ্যায়। তবে নাইট টিম ম্যানেজমেন্টের জন্য বিষয়টি 🌸অশনি সংকেত হয়ে দেখা দিতে পারে। অতীতে যে বিষয়টি নিয়ে বারবার অভিযোগ করতে শোনা গিয়েছে নাইট শিবিরকে, ইডেনের পিচ কিউরেট🔯রের কথা যথার্থ হলে এবারও ছবিটা বদলাবে বলে মনে হয় না।
গত বছর নাইট অধিনায়ক নীতীশ রানা প্রকাশ্যেই♒ দাবি করেন যে, ইডেনে নিজেদের পছন্দ মতো পিচ হাতে পাননি তাঁরা। তিনি এও বলেন যে, আইপিএলের সব দল হোম অ্যাডভান্টেজ পেয়ে থাকে। একমাত্র তাঁরা ঘরের মাঠ থেকে কোনও সুবিধা পান না। রানা এও ইঙ্গিত দেন, তাঁরা নিজেদের শক্তি অনুযায়ী ঘূর্ণি পিচ দেখতে চান ইডেনে।
তবে সাম্প্রতিক সময়ে চরিত্র বদলেছে ইডেনের বাইশগজের। দেশের অন্যতম বাউন্সি পিচ এখন ইডেনেই চোখে পড়ে। ইডেনের বাইশগজে ঘাসের উপস্থিতি এখন আর অবাক করে না ক্রিক♎েটপ্রেমীদের। বরং, সেটাই প্রত্যাশিত মনে হয় সকলের কাছে।
দায়িত্ব নেওয়ার পর থেকে সুজন মুখোপাধ্যায় যেভাবে ইডেনের পিচের চরিত্র বদলে দিয়েছেন, 🎉সেটাকে নতুন করে ভাঙাচোরা করতে রাজি নন তিনি। অর্থাৎ, হোম টিম নাইট রাইডার্স পছন্দ করুক বা না করুক, তিনি স্পোর্টিং পিচের ফর্মুলা থেকে সরে আসতে রাজি নন। আইপিএল ২০২৪-এর আগে সুজন মুখোপাধ্যায় স্পষ্ট জানালেন যে, এবারও ক্রিকেটের নন্দনকাননে বাইশগজ থেকে সুবিধা পাবেন সবাই। শুধুমাত্র স্পিনারদের অনুকূলে পিচ তৈরি করা সম্ভব নয় তাঁর পক্ষে।
ইডেনের পিচ কিউরেটর অবশ্য কারও পছন্দ-অপছন্দকে পাত্তাই দিচ্ছেন না। কেননা বাইশগজ কেমন হবে, বিসিসিআই 𝓡ছাড়া সে বিষয়ে নাক গলানোর এক্তিয়ার নেই কারও।
ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে কিউরেটর সুজন মুখোপাধ্যায় স্পষ্ট জানান যে, তাঁর কাছে বিশেষ ধরণের পিচের অনুরোধ আসেনি কোনও পক্ষ থেকে🗹ই। তিনি সাম্প্রতিক অতীতের মতো স্পোর্টিং পিচ বানিয়েছেন। তবে ইডেনের চিফ কিউরেটর এও জানান যে, এবছর ইডেনেﷺর আইপিএল ম্যাচে ২০০ রান ওঠা স্বাভাবিক বিষয়।
আরও পড়ুন:- KKR-এর হয়ে সব থেকে বেশি রান করেছেন কারা? ♍দেখুন সেরা ১০-এর তালিকা
সুজন মুখোপাধ্যায়ের কথায়, ‘দশ বছর হয়ে গেল আমি পিচ তৈরি করছি।♚ বেশিরভাগ সময়ে ইডেনে স্পোর্টিং বাইশগজ দেখা যায়।ಌ লোকে খেলা উপভোগ করে। খেলায়াড়রাও এমন পিচে খেলতে পছন্দ করে। সুতরাং, আমি সেই রাস্তা থেকে সরে আসিনি। এবারও ইডেনে স্পোর্টিং পিচ দেখা যাবে।’
তিনি আরও⭕ বলেন, ‘কখনও কখনও অনুরোধ আসে যে, একটু দেখবেন। তবে এবছর এখনও পর্যন্ত পিচ নিয়ে কারও কাছ থেকে কোনও অনুরোধ আসেনি। কেকেআর বা অন্য কেউ এখনও পিচ নিয়ে কোনও চাহিদা ব্যক্ত করেনি। তাছাড়া বিশেষ ধরণের পিচ তৈরির কথা বলার অধিকার নেই কারও। কেমন পিচ হবে সেটা বিসিসিআইয়ের এক্তিয়ারে থাকে। তবে এবার ইডেনে ২০০ রান দেখতে পাওয়া স্বাভাবিক।’