ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগেই হতাশ করলেন শ্রেয়স আইয়ার। মরশুম শুরুর আগে শ্রেয়সের পারফরম্যান্সের জড়তা নিয়ে বেশ উদ্বিগ্ন হতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার রবিবার কলকাতায় কেকেআর-এর অভ্যন্তরীন অনুশীলন ম্যাচেও বেশ নার্ভাস ছিলেন বলে মনে হয়েছে।
২০২৪ আইপিএলে কেকেআর-কে নেতৃত্ব দিতে চলেছেন শ্রেয়স। অথচ তাঁর পারফরম্যান্স নিয়ে কিছুটা চাপেই থাকবে নাইটরা। এদিন শ্রেয়স নড়বড় করে শুরু করেছিলেন। শেষ পর্যন্ত ১৮ বলে ২২ রান করে আউট হয়ে যান। বাঁ-হাতি স্পিনার সুয়াশ শর্মার বলে ফিল সল্ট তাঁকে স্টাম্পড আউট করেন।
আরও পড়ুন: ১৬ বছরে কোহলি-ফ্যাফরা পারেননি, দ্বিতীয় বছরেই নজির স্মৃতিদের, দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্যাঙ্গালোর
শ্রেয়স শেষ বার ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। তার পর ফের তিনি এদিন টি-টোয়েন্টি ম্যাচ খেললেন। সেটা প্রস্তুতি ম্যাচই হোক না কেন। শ্রেয়স শুরু থেকেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। তিনি ব্যাট করতে নামলে পেসার আন্দ্রে রাসেল তাঁকে প্রথম বলটি করেছিলেন। অফ-স্টাম্পের বাইরের সেই বলটি তিনি খেলতে পারেননি। পরের বলে রাসেলকে বাউন্ডারি মারলেও, শ্রেয়স কে একেবারেই আত্মবিশ্বাসী বলে মনে হয়নি।
স্পিনারদের বিরুদ্ধে তাঁর দক্ষতার জন্য পরিচিত শ্রেয়স। তবে এদিন স্পিনারদের বলেও নড়বড় করতে দেখা যায় তাঁকে। এমন কী স্পিনারের বলেই তিনি আউট হন। সুয়শ শর্মাকে খেলতে বেশ সমস্যায় পড়েন শ্রেয়স। তিনি সুয়াশকে খেলতে গিয়ে বলটি পুরোপুরি মিস করেন এবং সল্টকে স্টাম্পিং সম্পূর্ণ করেন।
আরও পড়ুন: RCB-তে যোগ দিতে চলেছেন জোফ্রা আর্চার? তারকা পেসারের ইনস্টা স্টোরি ঘিরে জল্পনা শুরু
অনুশীলন ম্যাচে কেকেআর-কে দু'টি টিমে ভাগ করা হয়েছিল। টিম গোল্ড এবং টিম পার্পলে মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। টিম পার্পলের হয়ে খেলেন শ্রেয়স। এদিন শ্রেয়সের টিম ম্যাচটি হেরেও যায়।