রবিবার ২০২৪ আইপিএলের ডবল হেডারের ম্যাচ🌠ে জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হয়েছে। ম্যাচ চলাকালীন এক উদ্ভট ꦅঘটনার সাক্ষী থাকল দর্শকেরা। আর এই ঘটনার জেরে বন্ধ রাখতে হল খেলা।
ম্যাচের একেবারে শুরুতে ঘটনাটি ঘটে। তখন সবে প্রথম ইনিংসের দু'বল খেলা হয়েছিল। রাজস্থান রয়্যালস সবে ব্যাট করতে নেমেছিল। আসলে ম্যাচের শুরুতেই ‘স্পাইডার ক্যাম’-এর তার ছিঁড়ে মাঠের মধ্যে পড়ে যাওয়ার কারণে ম্যাচ বন্ধ রাখতে বাধ্য হন ওআম্পায়ারেরা। প্রায় সাত মিনিটের জন্য ম্যাচটি বন্ধ রাখতে হয়েছিল।
আরও পড়ুন: দলকে জিতিয়ে হিরো হলেন, তাও কেন কঠোর শাস্তির🦩 মুখে পড়লেন হর্ষিত?
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল রাজস্থান। আর প্রথম ওভারে বল করতে এসেছিলেন মহসিন খান। রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়ালের আবার দ্বিতীয় বলে এক💛 রান নিয়েছিলেন। তৃতীয় বল খেলার জন্য তৈরি ছিলেন জস বাটলার। কিন্তু হঠাৎ করেই স্পাই ক্যামের তার ছিঁড়ে মাঠে পড়ায়, খেলা বন্ধ হয়ে যায়। এতে মাঠে বেশ চাঞ্চল্য ছড়ায়। সেই সময়ে আবার ধারাভাষ্য দিচ্ছিলেন প্রাক্তন ক্রিকেটার রোহন গাভাসকর। তিনিই জানান, ‘স্পাইডার ক্যাম ভেঙে পড়েছে এবং নেমে এসেছে।’ সম্প্রচারকারী দলের কয়েক জন এসে সেই তার সরিয়ে স্পাইডার ক্যামে নতুন তার লাগাতে থাকেন। লম্বা লম্বা তার নিয়ে আসা হয় মাঠে। যে কারণে প্রায় সাত-আট মিনিট খেলা বন্ধ রাখতে হয়।
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে যশস্বী জয়সওয়াল সে ভাবে নজর🍃 কাড়তেই পারলেন না বরং হতাশই করলেন। তবে দুরন্ত হাফসেঞ্চুরি করে রাজস্থানের পায়ের তলার জমি শক্তি করলেন সঞ্জু স্যামসন। তাঁর সঙ্গে রিয়ান পরাগও একটি ঝোড়ো ইনিংস খেলেন। যার নিট ফল, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করে রাজস্থান।
আরও পড়ুন: তুই পারবি বাডি! না🌠র্ভাস হর্ষিতকে শেষ ওভারে যে ভাবে সাহস জোগান শ্রেয়স
যশস্বী ওপেন করতে নেমে শুরুটা খারাপ করেননি। তবে ১২ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। নিরাশ করেছেন বাটলার। তিন𝔍ি ৯ বলে ১১ রান করেছেন তবে সঞ্জু স্যামসন এবং রিয়ান পারগ মিলে রাজস্থানের স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করতে থাকেন। ২৯ বলে ৪৩ করে অবশ্য আউট হয়ে যান রিয়ান। তাঁর ইনিংসে ছিল একটি চার, তিনটি ছক্কা। রিয়ান আউট হলেও সঞ্জু ৫২ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। সঞ্জুর ইনিংস আবার সাজানো ছিল ৩টি চার এবং ছ'টি ছক্কায়। এছাড়া ১২ বলে অপরাজিত ২০ রান করেছেন ধ্রুব জুরেল। লখনউ সুপার জায়ান্টসকে জিততে হলে করতে হবে ১৯৪ রান।