শুভব্রত মুখার্জি🧸: চলতি আইপিএল-র শুরুটা ভালো হয়নি সানরাইজার্স হায়দরাবাদের। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে তারা মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত টানটান লড়াই করেও হার মানতে হয়েছিল হায়দরাবাদ দলকে। তাদের পরবর্তী ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে। সেই লড়াই যে একেবারেই সহজ হবে না তা বিলক্ষণ জানেন এনরিখ ক্লাসেনরা। এমন আবহেই হায়দরাౠবাদের সমর্থকদের জন্য এল অত্যন্ত খারাপ খবর। তারকা স্পিনারকে এই মরশুমের শুরু থেকে পায়নি তারা। এবার আরও এক সপ্তাহ তাঁকে যে তারা পাবেন না তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে।
সেই স্পিনার হলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কার তারকা স্পিনার অলরাউন্ডার। এই মরশুমের শুরুর কয়েকটা ম্যাচে যে তিনি থাকছেন না তা আগেই থেকেই নিশ্চিত ছিল। তবে আরও এক সপ্তাহ এবার ত𒈔াঁকে সানরাইজার্স পাবে না। তার কারণ তাঁর চোট। তাঁর বাম পায়ের গোড়ালির চোট তাঁকে ভোগাচ্ছে। তাঁর এই ব্যথা দীর্ঘদিনের। তাই বিষয়টি নিয়ে এবার বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন ཧহাসারাঙ্গা।
সানরাইজার্সের এই তারকা নিজের সমস্যা নিয়ে আলোচনা করতে বিদেশ যাচ্ছেন। সেখানেই ডাক্তারের পরামর্শ নেবেন তিনি। এমনটাই জানা গিয়েছে ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে হাসারাঙ্গা শ্রীলঙ্কার হয♈়ে বাংলাদেশ সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি জাতীয় দলের হয়ে ওয়ানডে এবং টি-২০ সিরিজেও খেলেছেন। তার পরেই তাঁর এই সমস্যা আরও বেড়ে♛ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন… IPL 2024: যদি কোহলির ক্যাচটা নেওয়া হত....ম্যাচ শেষে হাহুতাশ ধℱাওয়ানের
প্রসঙ্গত টাইগারদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজে হেরেছে তারা। এই দুটি সিরিজেই বল হাতে মোটামুটিভাবে ভালো পারফরম্যান্স করেছিলেন হাসারাঙ্গা। এই দুই সিরিজেই এই ভয়ানক ব্যথা সহ্য করেই খেলেছেন হাসারাঙ্গা। দুই সিরিজ মিলিয়ে ছয় ম্যাচ খেলে তিনি নিয়েছেন আটটি উইকেটও।⭕ ওডিআই সিরিজে নিয়েছেন ছয়টি এবং টি-২০ সিরিজে নিয়েছে෴ন দুটি উইকেট।
হাসারাঙ্গাকে ক্রিকেট শ্রীলঙ্কার মেডিকেল স্টাফরা পরীক্ষা করে জানিয়েছেন তাঁর 'মাস্কুলো স্কেলেটাল অ্যাপারেটাস ' সমস্যা হয়েছে। যেꦛ কারণেই তাঁর বাম পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে। তারাই হাসারাঙ্গাকে আরও একজন ডাক্তারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য ২৬ বছর বয়সি তারকা গতবছর আরসিবির হয়ে খেলেছিলেন। তিনি ৭.৫৩ ইকোনমি রেটে নিয়েছিলেন ২৬টি উইকেট।