অধিনায়কই হোন বা দলের সাধারণ প্লেয়ার, তাঁদের ত্রুটিগুলি সামনাসামনি তুলে ধরতে পিছপা হয় না লখনউ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ। কেএল রাহুলের ত্রুটিগুলিও তারা প্রকাশ্যেই সমালোচনা করে। বরং রাহুলকে দ꧂িয়ে𝓡ই নিজের ভুলটাও স্বীকার করিয়ে নেন। ভাবছেন তো এটা কেমন বিষয়?
আরও পড়ুন: গিলের জন্য আল𝄹াদা পরিকল্পনা ছিল- ৫ উইকেট নিয়ে হুঙ্কার যশ ঠাকুরের
সোমবার লখনউ ফ্র্যাঞ্চাইজি একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে, কেএল রাহুলের স্ট্রাইকরেট নিয়ে কটাক্ষ করছেন ইনফ্লুয়েন্সার শুভমন গৌরব। প্রসঙ্গত, রবিবারই এলএসজি তাদের চতুর্থ ম্যাচে গুজরাট টাইটান্সকে ৩৩ রানে হারিয়েছে। এই ম্যাচে রাহুল ৩১ বল খেলে মাত্র ৩৩ রান করেন। হাঁকান তিনটি চার। এর পরেই রাহুলের স্ট্রাইকরেট এবং ফর্ম নিয়ে প্রশ্ন🉐 উঠেছে।♎ আর সেটাই এলএসজি তাদের ভিডিয়োতেও তুলে ধরেছে।
আরও পড়ুন: কোথায় ঝামেলা? দূরত্বই বা কোথায়? রোহিত-হার্দিকের সৌꦓহার্দ্যের ভিডিয়ো ভাইরাল
অধিনায়ককে খোঁচা
লখনউ তাদের ঘরের মাঠে এদিন ৫ উইকেটে ১৬৩ রান করেছিল। গুজরাটের সামনে ১৬৪ রানের চ্যালেঞ্জ ছিল। যে রান তাড়া করে জেতাটা এখন আইপিএলে কোনও ব্যপারই নয়। বরং তুলনামূলক অনেক সহজ লক্ষ্ღযই পেয়েছিল গুজরাট টাইটান্স। কিন্তু তার পরেও সেই ১৬৩ রান ডিফেন্ড করে ৩৩ রানে জয় ছিনিয়ে নেয় রাহুলের দল।
আরও পড়ুন: ব্যাটাররা হতাশ করেছে- নিজে ১৯ রানে বোল্ড 🙈হয়ে, হারের জন্য ব্যাটিং লাইন-আপকেই♓ দুষলেন শুভমন
ভিডিয়োটিতে শুভমন গৌরবকে প্রথমে বলতে শোনা গিয়েছে, ‘অভিনন্দন, রাহুল 💮ভাই। আমি মনে করি, আপনি ভারতের পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রী হবেন।’ যার উত্তরে রাহুল মুখ কাচুমাচু করে বলেন, ‘তুমিও স্ট্রাইক রেট নিয়ে মজা করছো।’ এর জবাবে শুভমন বলেন, ‘না, না, আপনিไ সফল ভাবে ১৬০-এর রেঞ্জে স্কোর রক্ষা করছেন। সে কারণেই বলছি।’ একদিক থেকে দল জেতার জন্য যেমন শুভেচ্ছা জানানো হয়েছে, তেমনই রাহুলের কম স্ট্রাইকরেটের বিষয়টিও লখনউ ঘুরিয়ে মনে করিয়ে দিয়েছে তাদের অধিনায়ককে।