ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং কি আইপিএল দলের কোচ হতে চলেছেন? এমন সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে যে, যুবরাজ সিং এর নাম গুজরাট টাইটান্সের কোচিং সেট আপে যܫুক্ত হতে পারে। তবে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তবে এটা ঠিক যে, দলের কোচিং স্টাফদের মধ্যে প্রচুর পরিবর্তন হবে। কারণ দলের পরামর্শদাতা গ্যারি কার্স্💞টেন ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে যোগ দিয়েছেন। এছাড়া টাইটান্সের প্রধান কোচ আশিস নেহরা এবং ক্রিকেট ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিতে চলেছেন বলে খবর। নেহরা এবং সোলাঙ্কি দু'জনেই ২০২২ সাল থেকেই গুজরাটের সঙ্গে যুক্ত। প্রসঙ্গত, ২০২২ সালেই প্রথম বার আইপিএলে যোগ দিয়েছিল টাইটান্স। এবং সেই বছরই তারা শিরোপা জিতেছিল। ২০২৩ সালে রানার্স আপ হয়েছিল দলটি।
আরও পড়ুন: কাপ হাতে নিয়ে ✨চিৎকার করে কেঁদে ফেলেছিলেন… অন্য দ্রাবিড়ের গল্প শোনালেন অশ্বিন
সর্বশেষ রিপোর্ট অনুসারে, যুবরাজ সিং আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটান্সে যোগ দিতে পারেন বলে খবর। ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকায় অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি-র দ্বারা নির্বাচিত ব্র𒁏্যান্ড অ্যাম্বাসেডর ছꦍিলেন যুবরাজ সিং। সম্প্রতি তাঁর নেতৃত্বে পাকিস্তানকে হারিয়ে ভারত বিশ্ব চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডের শিরোপা জিতেছে। এই শিরোপা জয়ের পর এবার নতুন ভূমিকায় যুবরাজকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ভারতকে দ্বিপাক্ষিক T20I সিরিজের কোনও প্রস্তাবই দেওয়া 🐎হয়নি- ভোল বদলে দাবি PCB-র
কোন ভূমিকায় টাইটান্সে দেখা যেতে পারে যুবরাজকে?
খবর অনুযায়ী, ২০২৫ আইপিএলে যুবরাজ সিং-কে গুজরাট টাইটান্সের কোচ বা মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে। আশিস নেহরাকে কোচ হিসাবে প্রতিস্থাপন করতে পারেন যুꦑবরাজ। এছাড়া তাঁকে মেন্টরও করতে পারে গুজরাটের ফ্র্যাঞ্চাইজি টিম। যুবরাজ কয়েক মাস আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি জিটি-র কোচিং স্টাফের অংশ হতে চান। পরিবর্তিত পরিস্থিতিতে, নেহরার জায়গায় যুবরাজ নি💯তে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। তবে যুবরাজের কিন্তু কোনও কোচিং করানোর অভিজ্ঞতা নেই।
আরও পড়ুন: সঞ্জু, রুতু, অভিষেকরা কি দলে জায়গা ♛পাওয়ার যোগ্য নন? জবাব দিতে 💜গিয়ে হোঁচট খেলেন আগরকর
দলের মালিকানায়ও পরিবর্তন আসতে পারে
সিভিসি ক্যাপিটাল ২০২২ সালের আইপিএলে গুজরাট টাইটান্স কিনেছিল। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এবং আশিস নেহরার কোচিংয়ে, দলটি প্রথম মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল, যেখানে আইপিএল ২০২৩-এর ফাইনালꦗে সিএসকে-র কাছে হেরে তারা রানার্স হয়। ২০২৪ সালে, হার্দিক পান্ডিয়া দল চাড়ার পর, শুভমন গিলের নেতৃত্বে টাইটান্স প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। আইপিএল ২০২৫-এর আগে মেগা নিলাম অনুষ্ঠিত হবে। শোনা যাচ্ছে, সিভিসি ক্যাপিটাল গুজরাট টাইটান্সের শেয়ার বিক্রি করতে চলেছে। দল কেনার দৌড়ে এগিয়ে রয়েছে আদানি গ্রুপ। এই চুক্তি ফেব্রুয়ারি ২০২৫-এর পরে হতে পারে। সেক্ষেত্রে পরের আইপিএলে সম্পূর্ণ নতুন স্টাইলে দেখা যেতে পারে টাইটান্সকে।