বিসিসিআই-এর চোখ রাঙানিতে কিছুটি গুটিয়ে গিয়েই ইশান কিষান ২২ গজে ফেরার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে আরবিআইয়ের হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁর বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন করেন। তবে সেই প্রত্যাবর্তনও হতাশারই হয়। ১১ বলে মাত্র ১৯ রা♚ন করে সাজঘরে ফেরেন ইশান কিষান।
তিনি গত বছরের নভেম্বরে ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলেছিলেন। এর পর থেকে আর কোনও ম্যাচ খেলেননি তিনি। ডিসেম্বর-জানুয়ারিতে ভার♏ত দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল। সেই সফরের মাঝপথ থেকে ফিরে আসার পর, ‘ব্যক্তিগত কারণে’ লম্বা বিরতিতে রয়েছেন ইশান কিষান। তিনি তাঁর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে বরোদায় অনুশীলন করলেও, রঞ্জি ট্রꦍফিতে ঝাড়খণ্ডের হয়ে খেলেননি। তবে শেষ পর্যন্ত ডিওয়াই পাতিল টি-টোয়েন্টি কাপে খেলার সিদ্ধান্ত নেন।
এই টুর্নামেন্টে ইশান কিষানের প্রথম ম্যাচটি ছিল নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল ইউনিভার্সিটি গ্রাউন্ডে রুট মোবাইলের বিরুদ্ধে। রুট মোবাইল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯২ রান করে। ২৫ বছর বয়সী ইশান আরবিআইয়ের 🐈হয়ে কিপিং করেন। এর পর আরবিআই রান তাড়া করতে নামলে ইশܫান কিষান ইনিংস ওপেন করেন। ১১ বলে দু'টি চার এবং একটি ছক্কার হাত ধরে ১৯ করে সাজঘরে ফেরেন।
চোট না থাকা সত্ত্বেও ক্রিকেটে দীর্ঘ ♛অনুপস্থিতির জন্য সমালোচনার মুখে পড়েছেন ইশান। তাঁকে রঞ্জি ট্রফি খেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তাতে কর্ণপাত করেননি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা যে কারণে তাঁকে পরোক্ষে📖 তিরস্কারই করেন।
ঋষভ পন্তের চোটের পর থেকে ভারত একাধিক উইকেটরক্ষক বিকল্প ন♎িয়ে কাজ করেছে। ধ্রুব জুরেলের অভিষেকের আগে কেএস ভরতকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শুরুর দিকে খেলানো হয়েছিল। তবে তিনি নজর কাড়তে পারেননি।
এদিকে বিসিসিআই সচিব জয় শাহের কাছ থেকে আসা সতর্ক বার্তা পাওয়ার পরেও ইশান কিষান, শ্রেয়স আইয়ার এবং দীপক চাহারের মত💎ো খেলোয়াড়রা রঞ্জি ট🙈্রফি খেলেননি। এর পরেই জয় শাহের তরফে চিঠি পাঠানো হয়। তাতেও ছিল কড়া বার্তা। কিন্তু কোনও কিছুই গ্রাহ্য করেননি ইশানরা।
আরও পড়ুন: যাদের টেস্ট খেলা♔র খ🍨িদে নেই… জুরেল সহ তরুণদের নিয়ে উচ্ছ্বসিত হলেও, ঘুরিয়ে ইশানদের ঠুকলেন রোহিত