জাতীয় দলের খেলা থাকায় আইপিএলের প্লে অফে খেলা হবে না ইংল্যান্ড ক্রিকেটারদের। এবারের আইপিএলে বেশ কয়েকটি দলে রয়েছে ইংল্যান্ডের ক্রিকেটাররা। কয়েকবছর আগেই তাঁরা টি২০ বিশ্বকাপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল। ফলে স্বাভাবিকভাবেই তাঁদের দলে নিতে আগ্রহ দেখিয়েছিল নাইট রাইডার্সসহ বেশ কয়েকটি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি। এখন দেখা যাচ্ছে আইপিএলের কয়েকটি দলের তো মূল স্তম্ভই হয়ে উঠেছেন ইংরেজ ক্রিকেটাররা। ফলে এই পরিস্থিতিতে তাঁদের দল থেকে ছিটকে যাওয়া বেশ সমস্যা𝐆 তৈরি করবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর।
আরও একটা বিষয় হচ্ছে, শুধু বিশ্বকাপ খেলার জন্য ক্রিকেটাররা দ্রুত দেশে ফিরছেন না। তাঁরা পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি২০ সিরিজেও খেলবেন।🤡 ফলে নকআউটের আগে পুরো কম্বিনেশনই কার্যত ঘেঁটে যেতে বসেছে কয়েকটি দলের। এর মধ্যে লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ খুব চিন্তিত না হলেও বিপাকে পড়েছে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংসের মতো দল। যারা আইপিএলের প্লে অফের দৌড়ে রয়েছে বেশ ভালোভাবেই। এরই মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জানিয়ে দিলেন, ক্রিকেটারদের দেশে ফেরানোর সিদ্ধান্ত আর কারোর নয়, স্বয়ং অধিনায়ক তথা রাজস্থান রয়্যালসের ক্রিকেটার জস বাটলারের।
আরও পড়ুন-﷽IPL 2024🅰-কোচ, অধিনায়ক নয়, কার ভোকাল টনিকে কামব্যাক নাইটদের?
এবারের আইপিএলে শুরুতে সাদা মাটা ক্রিকেট খেললেও সময়ের সঙ্গে সঙ্গেই বাটলারের ব্যাট চলতে শুরু করেছে। এখনও পর্যন্ত ৮ ম্যাচে করেছেন ৩১৯ রান, রয়েছে দুটি শতরান করা ম্যাচ জেতানো ইনিংস। ইংল্যান্ডের টি২০ দলের অধিনায়ক তিনিই। গত একদিনের বিশ্বকাপে ব্যর্থতার পর টি২০ বিশ্বকাপকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন বাটলার, তাই প্রতিযোগিতা শুরুর আগেই সল্ট, কারানদের নিয়ে টিম বন্ডিংয়ের কাজটা ভালো ভাবে কর🍷তে চাইছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অধিনায়ক জস বাটলার।
আরও পড়ুন-ICC T20 World Cup- বিশ্বকাপে🐲র স্কোয়াডে সুযোগ পেয়ে…কাকে কৃতিত্ব দিলেন সঞ্জু?
ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যানে🐠জিং ডিরেক্টর রব কি জানান, ‘ আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম ইংল্যান্ড অধ🐎িনায়ক হিসেবে পাকিস্তান সিরিজে খেলবে তো? তখন সঙ্গে সঙ্গেই বাটলার জানিয়েছিল ও এই সিরিজে খেলবেই। বিশ্বকাপের আগেই এই সিরিজ হওয়ায় ও পাকিস্তানের বিপক্ষে খেলতে চেয়েছিল। এছাড়া আইপিএল ছাড়ার আগেই দলের ক্রিকেটারদের বাটলার বলে দিয়েছিল, মাঝপথেই ফিরতে হতে পারে। যদি একজন ক্রিকেটার ফাইনালে ওঠে সেক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে’।
ইংল্যান্ড ম্যানেজার স্পষ্ট করেই বলেছেন ক্রিকেটারদের একবার আইপিএলে ছাড়ার পর তাঁদের ফিরিয়ে নেওয়ার পক্ষপাতি নন, কিন্তু বিশ্বকাপের আগে দলের গুরুত্বপূ্র্ণ সিরিজের জন্যই ফিরিয়ে নিতে হচ্ছে। এর জেরে সব থেকে সমস্যায় পড়বে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়🧔্যালস। কারণ দুই দলেরই ওপেনিংয়ে সবচেয়ে নির্ভরযোগ্য দুই ক্রিকেটার হলেন ইংল্যান্ডের ফিল সল্ট এবং জস বাটলার।
আইপিএলের প্লে অফ অনুষ্🥂ঠিত হবে মে মাসের ২১ থেকে ২৬ তারিখ পর্যন্ত। সেই সময় ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তানের সিরিজ রয়েছে। টি২০ বিশ্বকাপের স্টেজ রিহারশালটা সেখানেই সেরে ফেলতে চাইছেন বাটলার, সেই জন্য দলের ক্রিকেটারদের আইপিএল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ইংরেজ অধিনায়কের।