অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি টি-২০ ও ৫টি ওডিআই ম্যাচ খেলবে ইংল্যান্ড। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই সিরিজ। ইতিমধ্যেই দল ঘোষণা করা হয়েছে ইসিবির তরফে। সেই তালিকায় লক্ষ্য করা যাচ্ছে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক জস বাটলারের নাম নেই। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে ডানদিকের কাফ মাসেলে চোট থাকায় তাঁকে বিরতি দেওয়া হয়েছে। শুধু টি-২০ নয় হয়তো খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই টুর্নামেন্টও। জস বাটলারের জায়গায় টি-২০তে সুযোগ পেয়েছেন জ্যামি ওভার্থন, ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে ফিল সল্টকে। অ🎉ন্যদিকে এসেক্সের ব্যাটসম্যান জর্ডন 🍸কক্সকে ওডিআই দলে রাখা হয়েছে ব্যাকআপ হিসেবে।
প্রসঙ্গত, গত জুলাই মাসে মেন্স হান্ড্রেড টুর্নামেন্টের প্রস্তুতির সময় ডান🃏 পায়ের কাফ মাসেলে চোট পান জস বাটলার। তারপর থেকে বিশ্রামেই ছিলেন তিনি। শেষ ম্যাচটি খেলেছিলেন ২৭ জুন টি-২০ বিশ্বক🙈াপের মঞ্চে ভারতের বিরুদ্ধে। তারপর থেকে আর কোনও ধরণের প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ খেলেননি তিনি। ভেবেছিলেন সাসেক্সের বিরুদ্ধে ভাইটালিটি ব্লাস্ট টুর্নামেন্টের সেমিফাইনালে খেলবেন তিনি। কিন্তু চোটের গভীরতা এতটাই বেশি ছিল সেটি সম্ভব হয়ে ওঠেনি আর। যেই কারণে হয়তো আগামী আরও কয়েকমাস মাঠের বাইরেই থাকতে হতে পারে তাঁকে।
১১ সেপ্টেম্বর নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচটি খেলবে ইংল্যান্ড, এরপর ১৩ ও ১৫ সেপ্টেম্বর আরও ২টি ম্যাচ রয়েছে। ২০ ওভারের ক্রিকেট ছাড়াও ৫টি এক দিবসীয় ক্রিকেট ম্যাচ খেলবে ইংল্যান্ড, যথাক্রমে ১৯, ২১, ২৪, ২৭ ও ২৯ তারিখ ওডিআই ম্যাচ রয়েছে তাদের। ইংল্যান্ডের টি-২০ দলে নাম রয়েছে ফিল সল্ট (ক্যাপ্টেন), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স,জর্ডান কক্স, স্যাম কুরান, জশ হুল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মসলি, জেমি ওভারটন, আদিল রশিদ, রিস টপলে, জন টার্নার। অন্যদিকে ওডিআই দলে রয়েছেন- জস বাটল🧸ার (ক্যাপ্টেন), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল,হ্যারি ব্রুক, ব্র্যান্ডন কার্স, জর্ডান কক্স, বেন ডকেট, জশ হুল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিꩲল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলে, জন টার্নার।