দশ বছর আগে ১-৩ ব্যবধানে হারতে হয়েছিল। আর এবার ইতিমধ্যেই ৩-১ ব্যবধান হয়ে যাওয়ায় সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ꦗধে পূর্ণ হয়েছে ভারতের বদলা। সোশ্যাল মিডিয়ায় সেই প্রতিশোধের পোস্ট করে নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়ল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যাঁরা নিজেদের মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সমর্থক বলে দাবি করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে র꧒োহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল প্রতিশোধ তুললেও ওই নেটিজেনদের মূলত আপত্তি হল যে কেন ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার হারের ঘটনা তুলে ধরা হল? সেজন্যই চটে গিয়েছেন ওই নেটিজেনরা। তাঁরা কেকেআরকে পালটা ট্রোল করতে শুরু করে দিয়েছেন।
আর কেকেআরের যে পোস্ট ঘিরে নেটিজেনদের একাংশ উষ্মাপ্রকাশ করেছে, তাতে দুটি ছবির কোলাজ করা হয়েছে। উপরের দিকে থাকা ছবিতে হতাশ ধোনি, বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানের ছবি দেখা গিয়েছে। সেই ছবির উপর লেখা আছে, ‘ইংল্যান্ড ২০১৪’। আ💯র নীচের ছবিতে রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দলের ছবি আছে (ছবির উপর লেখা আছে ‘ভারত ২০২৪)’। যে দল ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যে টেস্ট সিরিজ জিতে ফেলেছে। এখনও একটি টেস্ট বাকি আছে। সেটি খেলা হবে ধরমশালায়। আর ওই পোস্টের সঙ্গে লেখা হয়েছে, '১-৩, ৩-১* ১০ বছরের চ্যালেঞ্জ পূরণ হল, তাই তো?'
তাতেই চটে গিয়েছেন নেটিজেনদের একাংশ। সরাসরি কেকেআরকে আক্রমণ শানিয়ে এক নেটিজেন বলেন, 'দিল্লির রঞ্জি দল থেকে ছেঁটে ফেলা হয়েছে কেকেআরের প্রাক্তন অধিনায়ককে। বর্তমানে কেকেআরের যিনি অধিনায়ক আছেন, তাঁকে ভারতীয় দল থেকে ছেঁটে ফেলে ফেলা হয়েছে। লখনউ সুপার জায়ান্টস থেকে ছেঁটে ফেলা হয়েছে কেক🎃েআরের মেন্টরকে। কেকেআরের মালিককে ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে ছেঁটে ফেলা হয়েছে। ছাঁটাইয়ের চ্যালেঞ্জ চলছে।'
কয়েকজন নেটিজেন আবার সিএসকের বিরুদ্ধে কেকেআরের হারের ভিডিয়ো পোস্ট করেছেন। কেউ-কেউ আবার ২০২১ সালের আইপিএলের ফাইনালের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন যে নয় বছরের চ্যালেঞ্জ সম্পূর্ণ হয়েছিল। কারণ ২০১২ সালের আইপিএলে সিএসককে হারিয়ে কেকেআর যে আইপিএল জিতেছিল, সেটার প্রতিশোধ তুলেছিলেন ধোনিরা। কেউ-কেউ আবার মজা করে বলেছেন, ‘গৌতম গম্ভীর নিজের অ্যাকাউন্ট থেকে আসুন।’ এক নেটিজেন আ🐼বার বলেন, ‘অধিনায়কত্ব তো গুরুত্বপূর্ণ বিষয়।’
উল্লেখ্য, ২০১৪ সালে যে হারের বদলা নেওয়া হয়েছে বলে কেকেআরের তরফে পোস্ট করা হয়েছে, সেই সিরিজের সঙ্গে ২০২৪ সালের ভারত-ইংল্যান্ড সিরিজের কিছুটা মিল আছে। ২০১৪ সালে ইংল্যান্ডে গিয়ে প্রথম টেস্টে ড্র করেছিল ভারত। দ্বিতীয় টেস্টে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তারপর অবশ্য প্রত্যাবর্তন করেছিল ইংল্যান্ড। ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে দিয়েছ♛িল।
আর ২০২৪ সালে ভারতে এসে প্রথম টেস্টে জিতে যায় ইংল্যান্ড। সেখান থেকে প্রত্যাবর্তন করেছে রোহিতের ভারতীয় দল। বিরাট কোহলি, মহম্মদ শামি, কেএল রাহুলের মতো তারকারা না থাকলেও তরুণ খেলোয়াড়দের হাত ধরে দুরন্তভাবে প্রত্যাবর্তন করেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ টেস্টে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে। তার ফলে ঘরের𒈔 মাঠে টানা ১৭টি টেস্ট সিরিজে জয়ের নজির♓ গড়ে ফেলেছে ভারত। শেষবার ঘরের মাঠে ভারত টেস্ট সিরিজ হেরেছিল ২০১২ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল ধোনির টিম ইন্ডিয়া। যে সিরিজের বছরখানেক আগেই ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে ০-৪ ব্যবধানে হেরেছিলেন ধোনিরা।