২০২৪ আইপিএলের শুরুটা দুরন্ত ছন্দে করেছিল কলকাতা নাইট রাইডার্স। টানা তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করে ফেলেছিল। কিন্তু চতুর্থ ম্যাচে তারা একেবারে ল্যাজেগোবরে হয়। সোমবার চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তারা মুখ তুবড়ে পড়ে। মূলত ব্যাটিং ব্যর্থতার জেরেই হারতে হয় কেকেআর-কে। ৭ উইকেটে তারা ম্যাচ হেরে বসে থাকে। তবে একটি ম্যাচ হারের পর খুব বেশি বিচলিত নন কেকআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। ম্যাচের শেষে তিনি হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, পাওয়ার প্꧙লে-র 🎉পর আর কাদের কোনও পরিকল্পনাই কাজে আসেনি।
পাওয়ার প্লে-র পরেই গুলিয়েছে পরিকল্পনা
ম্যাচের পর শ্রেয়াস আইয়ার বলেন, ‘পাওয়ারপ্লেতে আমরা শুরুটা খারাপ করিনি। কিন্তু আমরা একটানা উইকেট হারাতে থাকি। পাওয়ারপ্লে-এর পর আমরা কন্ডিশনটাই ঠিক ♒করে ধরে উঠতে পারিনি। সেই সময়ে রান করা সহজ ছিল না। ওরা (সিএসকে) ওখানকার কন্ডিশন ভালো করে জানে, তাই পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে। নতুন ব্যাটসম্যানদের জন্য প্রথম বল থেকেই রান করাটা সহজ ছিল না। আমরা ইনিংস গড়ার চেষ্টা করছিলাম, কিন্তু পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।’
আরও পড়ুন: অধি♏নায়♈ক এটাই চেয়েছিল… ভাইরাল হল রোহিতের ড্রেসিংরুমের বক্তব্য
কেকেআর-এর লক্ষ্য কী ছিল?
শ্রেয়স আইয়ার আরও জানান, পাওয়ার প💫্লে-এর পর তাঁর পরিকল্পনা কী ছিল? তিনি বলেন, ‘পাওয়ারপ্লে করার পর উইকেট বদলে গিয়েছিল। আমরা ভেবেছিলাম ১৬০-১৭০ ভালো স্কোর হবে, কিন্তু আমরা গতি হারি🍸য়ে ফেলি। আমাদের এই হার থেকে শিক্ষা নিতে হবে। তাও ভালো যে, টুর্নামেন্টের শুরুতে এটি ঘটেছে। পরের ম্যাচ ঘরের মাঠে। আমরা আমাদের ঘরোয়া পরিস্থিতি খুব ভালো করেই জানি। তবে পরিস্থিতি বুঝতে হবে এবং সেই অনুযায়ী এগোতে হবে।’
আরও পড়ুন: নিজের প্ꦦরথম IPL-এই গ্যালারিতে একটি মেয়েকে ভালো লেগেছিল- তারপর? প্রেমের গল্প শোনালেন শ্রেয়স
ম্যাচের সংক্ষিপ্ত ফল
প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে কেকেআর। জবাবে ১৭.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় সিএসকে। রবীন্দ্র জাদেজার ঘূর্ণি ম্যাচের ভাগ্য বদলে দেয়। ইনিংসের প্রথম বলে ফিল সল্টের উইকেট হারালেও পাওয়ার প্লে তেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ ম্যাচের রাশ ছিল নাইটদের হাতে। ৬ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে কেকেআর-এর রান ছিল ৫৬। কিন্তু জাড্ডুর এক ওভার ম্যাচের রং বদলে দেয়। ওভারের প্রথম এবং পঞ্চম বলে ফিরিয়ে দেন অংকৃষ রঘুবংশী (২৪) এবং সুনীল নারিনকে (২৭𓂃)। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। এর পর চেন্নাই বোলারদের কাছে আত্মসমর্পণ করে নাইটরা। মাত্র ৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় কেকেআর। সর্বোচ্চ রান শ্রেয়স আইয়ারের। ৩২ বলে ৩৪ রান করে আউট হন শ্রেয়স। বেঙ্কটেশ আইয়ার (৩), রমনদীপ সিং (১৩), রিঙ্কু সিং (৯), আন্দ্রে রাসেলরা (১০) রান পাননি।
আরও পড়ুন: আপনি পরে🍌র ডিফেন্স মিনিস্টার হবেন! নিজের স্ট্রাইকরেট নিয়ে দলের মধ্যেই মস্করায় মাতলেন রাহুল- ভিডিয়ো
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্দে ছিল চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড়, ড্যারিল মিচেলদের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল না, কয়েক মিনিট আগে এই পিচেই ব্যাট করেছে কেকেআর। 𒈔তবে দ্বিতীয় ইনিংসে শিশিরের জন্য কার্যকরী ভূমিকা নিতে পারেননি নাইট স্পিনাররা। দলের ২৭ রানে রাচিন রবীন্দ্র (১৫) ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ৭০ রান যোগ করে রুতুরাজ এবং মিচেল। ২৫ রানে নারিনের বলে বোল্ড হন কিউয়ি ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রুতু। ৯টি চারের সাহায্যে ৫৮ বলে অপরাজিত ৬৭ করেন তিনি। সঙ্গত দেন শিবম দুবেও। ৩টি ছয়, ১টি চারের সাহায্যে ১৮ বলে ২৮ রান করেন দুবে। দুবে আউট হতে পাঁচ নম্বরে ব্যাট হাতে নামেন এ🌄মএস ধোনি। তখন জয়ের জন্য প্রয়োজন মাত্র ৩ রান। শেষ পর্যন্ত ৭ উইকেটে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সিএসকে-র বর্তমান এবং প্রাক্তন অধিনায়ক।