রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবেন না। শুভমন গিলের আঙুলে চিড় ধরেছে। ফলে তিনি বর্ডার-ꦅগাভসকর ট্রফির প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। সরফরাজ ও লোকেশ রাহুলও অনুশীলনে চোট পেﷺয়েছেন। তবে তাঁদের চোট গুরুতর নয় বলে খবর।
এই অবস্থায় রোহিত ও শুভমন গিলকে অজিদের বি🔥রুদ্ধে সিরিজের প্র༒থম টেস্টে পাওয়া যাবে না ধরে নেওয়া হচ্ছে। দুই টপ অর্ডার ব্যাটারকে ছাড়া কেমন হতে পারে পার্থ টেস্টে ভারতের প্রথম একাদশ, দেখে নেওয়া যাক একনজরে।
জসপ্রীত বুমরাহ ক্যাপ্টেন
প্রথমত, রোহিত না খেললে ২২ নভেম্বর থ🦩েকে শুরু হতে চল🦄া পার্থ টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। কেননা তিনিই সিরিজের জন্য ভারতের ভাইস ক্যাপ্টেন।
ওপেনে যশস্বী-লোকেশ
দ্বিতীয়ত, রোহিত না থাকলে পার্থে ভারতের হয়ে ওপেন করতে নামবেন লোকেশ রাহুল বা অভিমন্যু ঈশ্বরনের মধ্যে কোনও একজন। এক্ষেত্রে ফিট থাকলে লোকেশের ওপেন কꦜরার সম্ভাবনাই প্রবল। সুতরাং, যশস্বী জসওয়ালের সঙ্গে ওপেন করতে নামতে পারেন লোকেশ রাহুল।
টপ-মিডল অর্ডারে কোহলি-সরফরাজ
শুভমন গিল না থাকলে বিরাট কোহলি তিন নম্বরে ব্যাট করতে নামতে পারেন। সরফরাজ খ𝄹ান ফিরতে পারেন পছন্দের🎃 চার নম্বরে। উইকেটকিপার ঋষভ পন্ত ব্যাট করতে নামতে পারেন পাঁচ নম্বরে।
শিকে ছিঁড়তে পারতে জুরেলের ভাগ্যে
ধ্রুব জুলের ব্য🦩াট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন। তিনি অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেন। সুতরাং, পার্থ টেস্টে লোকেশ রাহুল ওপেন করলে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে মাঠে নামার সুযোগ পেতে পারেন জুরেল। তিনি এক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলতে নামতে পারেন।
টেস্ট অভিষেক হতে পারে নীতীশ রেড্ডির
পার্থের পিচে পেসাররা একতরফা সাহায্য পাবেন। তাই ভারত একমাত্র স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজাকে মাঠে নামাতে পারে। কেননা তাঁর ব্যাটের হাত অশ্বিনের থেকে অনেক ভালো। এক্ষেত্রে নিউজিল্যান্ড সিরিজে নজর কেড়েও স্পিনার অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দর সুযোগ নাও পেতে পারেন। পেসার অল-রাউন্ডার হিসেবে টেস্ট অভিষেক হতে পারে নীতীশ রেড্ডির। এছাড়া বুমরাহর সঙ্গে বিশেষজ্ঞ পেসার হিসেবে ভার🎉ত পার্থ টেস্টে মাঠ𒀰ে নামাতে পারে আকাশ দীপ ও মহম্মদ সিরাজকে।
প্রথম টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ
লোকেশ রাহুল, যশস্বী জসওয়াল, বিরাট কোহলꦡি, সর👍ফরাজ খান, ঋষভ পন্ত (উইকেটকিপার), ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ (ক্যাপ্টেন)।