শুভব্রত মুখার্জি: আইপিএলে ১৬টি মরশুমে ꦅপরপর শক্তিশালী দল গড়েও শিরোপা জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অর্থাৎ আরসিবি। কিন্তু অন্যদিকে ডব্লুপিএলে মাত্র দুই বছরেই তারা করেছে বাজিমাত। টুর্নামেন্টের দ্বিতীয় বছরেই শিরোপা জিতে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। স্মৃতি মন্ধানার নেতৃত্বাধীন আরসিবি যা করে উঠতে পেরেছে তা দেখে আসন্ন আইপিএলের আগে নিশ্চয় অনুপ্রেরণা পাবে বিরাট কোহলি এবং আরসিবির পুরুষ দল। আর ট্রফি জিতে ফেরা আরসিবির মেয়েদের দলকেই এবার রাজকীয় অভ্যর্থনা দেওয়া হল আরসিবির পুরুষ দলের তরফে। স্মৃতি মন্ধানাদের 'গার্ড অফ অনার' দিয়ে 🐎অভিনন্দন জানালেন গ্লেন ম্যাক্সওয়েলরা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাত্র কয়েকদিন আগেই ডব্লুপিএলের শিরোপা জিতেছে আরসিবি। তারপরেই তারা ফিরেছে তাদের ⛄ঘরের মাঠ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেখানেই তাদেরকে 'গার্ড অফ অনার' দেওয়া হয়েছে আরসিবির পুরুষ দলের তরফে। বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলরা নেতৃত্ব দিয়েছেন এই গোটা অনুষ্ঠানে। ট্রফি হাতে মন্ধানারা গোটা চিন্নাস্বামী স্টেডিয়াম প্রদক্ষিণ করেছেন। কুড়িয়ে নিয়েছেন সমর্থক, ভক্তদের আদর-ভালোবাসা। এদিন চিন্নাস্বামীতে যে অনুষ্ঠানটি হয়েছে তাকে দলের তরফে নাম দেওয়া হয়েছে আরসিবি আনবক্স ইভেন্ট। আর সেই ইভেন্টেই বিরাটদের তরফে বীরের সম্মান প্রদর্শন করা হয়েছে স্মৃতি মন্ধানাদের।
প্রসঙ্গত গত ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের হয়ে খেলতে পারেননি বিরাট কোহলি। তিনি ইংল্যান্ডে ছিলেন তাঁর স্ত্রীর সঙ্গে। সেখানেই ভূমিষ্ঠ হয়েছে বিরাট-অনুষ্কার পুত্র সন্তান। এরপর সদ্য দেশে ফিরেছেন বিরাট। আর ইংল্যান্ড থেকে ফেরার পরে ১৯ মার্চ আরসিবি আনবক্স ইভেন্টেই প্রথম জনসমক্ষে এসেছেন তিনি। এদিন অধিনায়ক স🍎্মৃতি মন্ধানা ডব্লুপিএলের ট্রফি হাতে মাঠে প্রবেশ করেন। তাঁর পিছনেই আসতে থাকেন জয়ী দলের সদস্যরা।
দুই ধারে সারিবদ্ধভাবে তাঁদেরকে 'গার্ড অফ অনার' জানায় আরসিবির পুরুষ দল। ট্রফিজয়ী আরসিবি দলের প্রত্যেকেই পড়ে ছিলেন বিশেষ🐎 বার্তা সহ টিশার্ট। যার সামনে লেখা ছিল 'ডব্লুপিএল চ্যাম্পিয়ন্স ২০২৪'। আসন্ন আইপিএলের প্রথম দিনেই অভিযান শুরু করবে আরসিবি। চেন্নাইতে তারা মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল সিএসকের।