আইপিএলের আঙিনায় মাথা গলাౠনোর আগে থেকেই চেন্নাই সুপার কিংস শিবিরে ছিলেন মাথিসা পথিরানা। নতুন মালিঙ্গা হিসেবে পরিচিত শ্রীলঙ্কার তরুণ পেসারক🦋ে পরে ২০ লক্ষ টাকায় দলে নেয় চেন্নাই সুপার কিংস। যদিও পথিরানা তখন ছিলেন ঘরোয়া ক্রিকেটার। আন্তর্জাতিক আঙিনায় মুখ চেনানোর আগেই সিএসকে তাঁকে আলাদা পরিচিতি দেয়।
রত্ন চিনতে ভুল করেনি ধোনির চোখ। আইপিএলে যে রকম পরফর্ম্যান্স উপহার দেন চেন্নাই সুপার কিংসের শ্রীল💟ঙ্কান পেসার, তাতে লঙ্কা প্রিমিয়র লিগে তাঁকে নিয়ে টানাটানি চলবে, এটা নিতান্ত স্বাভাবিক বিষয়।
প্রত্যাশা মতোই লঙ্ক🐻া প্রিমিয়র লিগের নিলামে রেকর্ড দামে বিক্রি হলেন পথিরানা। গড়ে ফেলেন তখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটারের রেকর্ড। মঙ্গলবার লঙ্কা প্রিমিয়র লিগের জন্য মাথিসা পথিরানাকে ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলারের বড় অঙ্কে দলে নেয় কলম্বো স্ট্রাইকার্স। দলে নেয় বলা ভুল হবে, বরং রাইট টু ম্যাচ কার্ডে তারকা পেসারকে ধরে রাখতেই বিরাট মূল্য চোকাতে হয় কলম্বোকে।
৫০ হাজার মার্কিন ডলারের বেস প্𝕴রাইস থেকে নিলাম শুরু হয়। ডাম্বুলা ৭০ হাজার মার্কিন ডলার পর্যন্ত খরচ করতে রাজি হয়ে যায় পথিরানার জন্য। আসরে নামে গল ফ্র্যাঞ্চাইজি। তারা ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার🍨ে টেনে নিয়ে যায় মাথিসার দাম। শেষমেশ কলম্বো রাইট টু ম্যাচ কার্ডে সেই দামেই ধরে রাখে পথিরানাকে। যার অর্থ, ভারতীয় মুদ্রায় পথিরানার দাম ওঠে প্রায় ১ কোটি টাকা।
পথিরানাকে না পেয়ে গল মার্ভেলস ১ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে দলে নেয় ইসুরু উদানাকে। গল ৫০ হাজার মার্কিন ডলারে দলে নেয় আফগান স্পিনার মুজিব উর রহমানকে। আজম খান ৫০ হাজার মার্কিন ডলারে যোগ দেন বি-লাভ ক্যান্ডিতে। করিম জানাত ৮০ হাজার মার্কিন ডলারে যোগ গেন ডাম্বুলা থান্ডার্সে। ডাম্বুলা ৫০ হাজার মার্কিন ডলারে দলে নেয়🎃 ইফতিখার আহমেদকে। দাসুন শানাকা ৮৫ হাজার মার্কিন ডলারে যোগ দেন ক্যান্ডিতে।
মাথিসা পথিরানার আইপিএল কেরিয়ার:-
মাথিসা পথিরানা এখনও পর্যন্ত ২০টি আইপিএল ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ৩৪টি উইকেট নিয়েছেন। তিনি ওভার প্রতি মোটে ৭.৮৮ রান খরচ করেছেন। সেরা বোলিং পারফর্ম্যান্স ২৮ রানে ৪ উইকেট। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি মোটে ৬টি ম্যাচে মাঠে নামেন। চোটের জন্য সবܫ লিগ ম্যাচ খলতে পারেননি মাথিসা। ৬টি ম্য🐽াচে ২২ ওভার বল করে ১৩টি উইকেট দখল করেন পথিরানা।