রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০২৪ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স অবশেষে একটি উচ্চ-স্কোরিং থ্রিলারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয়ের খাতা খুলেছে। মরশুমের শুরুতে হারের হ্যাটট্রিকের পর, হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে তীব্র সমালোচনা চলছিল। কিন্তু রবিবার রোমারিও শেফার্ডের ঝোড়ো গতিতে ১০ বলে ৩৯ রানের ইনিংসটিই পার্থক্য গড়ে দেয়। আর মরশুমে প্রথম জয়ের পর হার্দিক এবং রোহিত শর্মার মধ্যে ♈একটি সুন্দর মুহূর্ত সোশ্য꧟াল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: ব্যাটাররা হতাশ করেছে- নি⛄জে ১৯ রানে বোল্ড হয়ে, হারের জন্য ব্যাটিং ল💛াইন-আপকেই দুষলেন শুভমন
রোহিত-হার্দিকের সৌহার্দ্যের ভিডিয়ো ভাইরাল
এদিন ম্যাচের পর দুই তারকা ক্রিকেটার একে অপরের সঙ্গে হাত মেলান এবং জড়িয়ে ধরেন। হার্দিকের পিঠ চাপড়ে দিতেও দেখা যায় রোহিতকে। জয়ের জন্য মুম্বইয়ের নতুন অধিনায়ককে অভিনন্দন জানান হিটম্যান। হার্দিক এবং রোহিতের মধ্যে সমস্যা রয়েছে, ব্যক্তিত্বের সংঘাত রয়েছে, এমন সꩵব খবরকে উড়িয়ে দিয়ে, এখন হুহু করে নেটপাড়ায় ভাইরাল দুই তারকার সৌহার্দ্যের দৃশ্য।
দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগেও জামনগরে মুম্বই ইন্ডিয়ান্স ছুটি কাটাতে গিয়েছিল যখন, সেই সময়ে রোহিত-হার্দিককে কাছাকাছি আসতে দেখা গ🅘িয়েছিল। এমআই-এর শেয়ার করা ভিডিয়োতে দুই ক্রিকেটারকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছিল।
দুই তারকার মন কষাকষির উদাহরণও কম নেই
তার পরেও অবশ্য কিছু জল্পনা থেকেই যায়। বিক্ষিপ্ত কিছু ঘটনাকে কেন্দ্র ক﷽রে প্রশ্ন দানা বাঁধে বৈকি! যেমন- আমদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এমআই-এর প্রথম ম্যাচের পরে হার্দিককে আলিঙ্গন করতℱে আপাতদৃষ্টিতে রোহিত অস্বীকার করেছিলেন। এছাড়া হার্দিককে এমআই ডাগআউটে একা ফেলে রেখেছিল কার্যত পুরো মুম্বই ইন্ডিয়ান্স দল।
আরও পড়ুন: গিলের জন্য আলাদা পরিকল্পনা ছিল- ৫ উইকেট নিয়ে🙈 হুঙ্কার🌜 যশ ঠাকুরের
গুজরাটের বিরুদ্ধে ম্যাচে জসপ্রীত বুমরাহের সঙ্🌱গে উত্তেজিত হয়ে আলোচনা করছিলেন হার্দিক। সেই সময়েই নিজের মতামত দেওয়ার জন্য হাজির হন রোহিত। প্রাক্তন অধিনায়ককে দেখেই সরে যান হার্দিক। এমন কী রোহিতের ফিল্ডিং পজিশন বদলে দিতে দ্বিধা করেননি তারকা অলরাউন্ডার। এই ঘটনায় যে রোহিত খুব সন্তুষ্ট হয়েছিলেন, তা মোটেই বলা যাবে না। বৃত্তের মধ্যে থেকে বাউন্ডারি লাইনের ধারে যাওয়ার সময় রোহিতকে গজরাতে দেখা গিয়েছিল। তবে দলের স্বার্থেই সম্ভবত কাছাকাছি আসার চেষ্টা করছেন দুই তারকা।
ম্যাচের সংক্ষিপ্ত ফল
রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা এবং ইশান কিষান শুরুটা দারুণ করেন। ২৭ বলে ৪৯ রান করেন রোহিত। মাত্র ১ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। ইশান কিষান আবার ২৩ বলে ৪২ করেন। হার্দিক বরং 🌄অনেক স্লো ব্যাট করেছেন। ৩৩ বলে ৩৯ করেছেন তিনি। ২১ বলে অপরাজিত ৪৫ করেন ট🐓িম ডেভিড। এছাড়া শেষ পাতে মুম্বইকে মিষ্টি মুখ করান রোমারিও শেফার্ড। তিনি ১০ বলে অপরাজিত ৩৯ করেন। সেই সঙ্গে মুম্বইয়ের স্কোর পৌঁছে যায় ৫ উইকেটে ২৩৪ রানে।
🐲রান তাড়া করতে নেমে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল দিল্লিও। ৪০ বলে ৬৬ করেন পৃথ্বী শ'। ৩১ বলে ৪১ করেন অভিষেক পোড়েল। চারে নেমে ত্রিস্তান স্টাবস ঝড় তোলেন। ২৫ বলে ৭১ করে অপরাজিত থাকলেও, শেষ পর্যন্ত তিনি দলকে জেতাতে পারেননি। ৮ উইকেট হারিয়ে ২০৫ রানে থেমে যায় দিল্লির ইনিংস। ২৯ রানে ম্যাচ জেতে মুম্বই ইন্ডিয়ান্স।