আইপিএল ন💧িলামের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ২০ কোটি টাকার গণ্ডি ছাপিয়ে ইতিহাস গড়েন প্যাট কামিন্স। তাঁকে আইপিএল ২০২৪-এর মিনি নিলাম থেকে ২০ কোটি ৫০ লক্ষ টাকার বিশাল মূল্যে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। তখনও পর্যন্ত কেউ ভাবতে পারেননি যে, ঘণ্টাখানেকও টিকবে না অজি দলনায়কের আইপিএলের ইতিহাসের সব থেকে দামি ক্রিকেটারের তকমা।
কামিন্সকে বিরাট অর্থে হায়দরাবাদ কিনে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই কেকেআর চমক দেয় নিলামౠে। তারা আইপিএলের সর্বকালেꦓর ইতিহাসে সব থেকে বেশি দামে দলে নেয় কামিন্সের জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্ককে। অজি পেসারকে কলকাতা কিনে নেয় ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার অবিশ্বাস্য মূল্য।
প্রায় ২৫ কোটি টাকায় বিক্রি হওয়া মিচেল স্টার্কই যে আইপিএলের সর্বকালের ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটারে পরিণত হন, সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। উল্লেখযোগ্য বিষয় হল, স্টার্ককে রেকর্ড অর্থে কেকেআর ঘরে ফেরায় বলা চলে। কেননা এর আগে ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সের 🦂হয়ে মাঠে নামেন অজি পেসার, যাঁর ব্যাটের হাত নিতান্ত মন্দ নয়।
আইপিএল নিলামে বিক্রি হওয়া সব থেকে দামি ক্রিকেটার:-
১. মিচেল স্টার্ক- ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা (২০২৪)।
২. প্যাট কামিন্স- ২০ কোটি ৫০ লক্ষ টাকা (২০২৪)।
৩. স্যাম কারান- ১৮ কোটি ৫০ লক্ষ টাকা (২০২৩)।
২ কোটি টাকা বেস প্রাইসের স্টার✱্কের জন্য শুরুতেই দর হাঁকে মুম্বই ইন্ডিয়ান্স। পরে লড়াইয়ে যোগ দেয় দিল্লি ক্যাপিটালস। ৯ কোটি ৪০ লক্ষ টাকা দাম ওঠার পরে হাল ছাড়ে দিল্ল🔯ি। স্টার্ককে যখন মুম্বই ইন্ডিয়ান্সের হাতের মুঠোয় দেখাচ্ছে, ঠিক তখনই রিংয়ে টুপি ছুঁড়ে দেয় গুজরাট টাইটানস।
মুম্বই দৌড় থেকে সরে দাঁড়ানোর পরে গুজরাটের সঙ্গে লড়াইয়ে যোগ দেয় কলকাতা।🐻 শেষমেশ দু'দলের প্রবল লড়াইয়ের পরে বাজিমাত করে কেক🎐েআর।
মিচেল স্টার্ক ২০১৪ ও ২০১৫, মোটে ২টি আইপিএল মরশুমে অংশ নেন। তিনি সাকুল্যে ২৭টি ম্যাচে মাঠে নেমে ৩৪টি উইকেট সংগ্রহ করেছেন। ২০১৪ সালে ১৪টি ম্যাচ খেলে ১৪টি উইকেট নেন স্টার্ক। ২০১৫ সালেಞ ১৩টি ম্যাচ খেলে অজি তারকা তুলে নেন ২০টি উইকেট। সার্বিকভাবে আইপিএলে ওভার প্রতি ৭.১৭ রান সংগ্রহ করেছেন স্টার্ক। আইপিএলে ব্যাট হাতে সাকুল্যে ৯৬ রান সংগ্রহ করেছেন তিনি।