সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের কাছে হারতে হয় আফগানিস্তানকে। তবে পরবর্তী ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে জয় তুলে নেয় আফগানরা। দ্বিতীয় ম্যাচ ভেস্তে যাওয়ার পরে এবার সিরিজের তৃতীয় ম্যাচেও আইরিশদের হারিয়ে দে�♉�য় আফগানিস্তান। সেই সুবাদে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় তারা।
মঙ্গলবার শারজায় সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে আয়ারল্যান্ডকে দাপটের সঙ্গে পরাজিত করে আফগানিস্তান। আফগানদের জয়ে ব্যাটে-বলে গুরুত্ব൲পূর্ণ ভূমিক𝓡া পালন করেন অভিজ্ঞ মহম্মদ নবি। এছাড়া ব্যাট হাতে রহমানউল্লাহ গুরবাজ ও হাশমতউল্লাহ শাহিদি কার্যকরী অবদান রাখেন। বল হাতে নজর কাড়েন খারোটে।
শারজায় টস হেরে শুরু𝔉তে ব্যাট করতে নামে আফগানিস্তান। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৩৬ রান সংগ্রহ করে। ওপেন করতে নেমে হাফ𝔍-সেঞ্চুরি করেন রহমানউল্লাহ গুরবাজ। তিনি ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন। অপর ওপেনার ইব্রাহিম জাদরান করেন ৩১ বলে ২২ রান। তিনি ৩টি চার মারেন।
ক্যাপ্টেন হাশমতউল্লাহ অত্যন্ত ধীর ব্যাটিংꦑ করেন। তিনি ৪টি বাউন্ডারির সাহায্যে ১০৩ বলে ৬৯ রান করে মাঠ ছꦆাড়েন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে মহম্মদ নবি নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। তিনি ৩টি বাউন্ডারির সাহায্যে ৬২ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন। আয়ারল্যান্ডের মার্ক আডায়ার ৫১ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ৪২ রানে ২টি উইকেট নেন ব্যারি ম্যাককার্থি।
আরও পড়ুন:- Most Runs In IPL History: আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান, চোখ র♓াখুন সেরা ১০-এ
জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৩৫ ওভারে মাত্র ১১৯ রানে অল-আউট হয়ে যায়😼। গড়পড়তা ইনিংস গড়েও ১১৭ রানের বড় ব্যবধানে ম্য়াচ জেতে আফগানিস্তান। পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্ফা♔র ছাড়া আয়ারল্যান্ডের আর কোনও ক্রিকেটার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
আরও পড়ুন:- RCB প্লে-অফে উঠতেই ছিটকে গেল ইউপি🎶-গুজরাট, WPL 2024-র ফাইনালের দৌড়ে এগিয়ে দিল্লি
স্টার্লিং ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৫০ রান করে আউট হন। ক্যাম্ফার ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন। মহম্মদ নবি ১০ ওভার বল করে ৩টি মেডেন-সহ মাত্র ১৭ রানের বিনিময়ে ৫টি উইকেট দ💎খল করেন। ওয়ান ডে তথা আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার ইনিংসে ৫ উইকেট নিলেন নবি। সুতরাং, এটি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্য়ান্স।
আরও পড়ুন:- ১ থেকে ৫০০, টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের মাইলস্টোন উইকেটের 💝শিকার হয়েছেন কারা?
এছাড়া আফগানিস্তানের হয়ে অভিষেককারী খারোটে নেন ৩০ রানের বিনিময়ে ৪টি উইকেট। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারে পুরস্কার জেতেন নবি। প্রথম ম্যাচে শতরান ও তৃতীয় ম্যাচে হাফ-সেঞ্চুরি করার সুবাদ🌠ে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রহমানউল্লাহ গুরবাজ।