রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুখো🌠মুখি হয়েছিল তামিলনাড়ু ও মুম্বই। এই ম্যাচে মুম্বইয়ের কাছে এক ইনিংস ও ৭৭ রানে বড় পরাজয় বরণ করেছে তামিলনাড়ু। এই হারের পরেই দলের অধিনায়কের সিদ্ধান্তের সমালোচনা করেছেন তামিলনাড়ুর কোচ সুলক্ষণ কুলকার্নি। দলের বড় পরাজয়ের জন্য অধিনায়ক সাই কিশোরকেই দায়ী করেছেন তিনি।
আসলে দলের ভিতরের খবর সকলের সামনে তুলে ধরেছেন কোচ। সুলক্ষণ কুলকꦚার্নি জানিয়েছেন টস জিতে সঠিক সিদ্ধান্ত নেন দলের অধিনায়ক। কোচ বলেছেন, টস জিতলে দল এবং তিনি অধিনায়ককে যে সিদ্ধান্ত নিতে বলেছিলেন, সেটির উল্টোটা নিয়েছিলেন সাই কিশোর। আর সেই কারণেই হেরেছে তাদের দল।
আরও পড়ুন… WPL 2024: ছয় মেরে ভেঙে দিলেন গাড়ির জানলা! দেখেছেন ক🎃ি পেরির কাঁ𒆙চ ভাঙা ছক্কার এই ভিডিয়ো
তামিলনাড়ু দলের কোচ সুলক্ষণ কুলকার্নি বিশ্বাস করেন যে বোলারদের জন্য উপযোগী কন্ডিশনেও অধিনায়ক প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন। ইএসপিএন⛦ ক্রিকইনফো-এর সঙ্গে কথা বলার সময়, কুলকার্নি বলেছিলেন, ‘আমি সবসময় সোজা কথা বলি। আমরা প্রথম দিন সকাল ৯টায় ম্যাচ হেরে গিয়েছিল𒐪াম। যে মুহূর্তে আমি উইকেট দেখেছিলাম, আমি ঠিক জানতাম আমরা কী পেতে চলেছি। সবকিছু ঠিক করা ছিল, আমরা টস জিতেছি, একজন কোচ হিসেবে, একজন মুম্বইকার হিসেবে, আমি কন্ডিশন ভালো করেই জানি। এই সময়ে আমাদের বোলিং করা উচিত ছিল, কিন্তু অধিনায়কের মনোভাব ভিন্ন ছিল।’
আরও পড়ুন… India vs England 5th Test: ধরমশালার পিচে থাকতꦓে পারে চমক, সু🌱বিধা পাবে না ইংল্যান্ড
কোচ আরও বলেন, ‘যখন আমি দেখলাম যে তারা কোয়ার্টার ফাইনালে ভিন্ন পিচে খেলেছে এবং তারা কোন উইকেট দিয়েছে, (সেই মুহূর্তে) আমি বুঝতে পেরেছিলাম যে এটি একটি সীমিং-বান্ধব উইকেট এবং এটি একটি খুব কঠিন ম্যাচ হতে চলেছে। আমি বোলিং করতে চেয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে তিনি (সাই কিশোর) বস। উইকেটের ধরন এবং মুম্বইয়ের মানসিকতা নিয়েও আমি আমার ✤মতামত ও ইনপুট দিতে পারি। আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে টস জিতবে সে আগে বল করবে। আমরা জানতাম আমরা আগে বল করব। যে মুহূর্তে সে (টিভি সম্প্রচার) বলেছিল আমরা প্রথমে ব্যাট করব, তখনই প্রায় সবটা তৈরি হয়েগিয়েছিল। আপনি যা বলবেন তা ব্যাটসম্যানদের মনে চলে যায়। সেই প্রথম আধ ঘণ্টা (খেলার আগে) ব্যাটসম্যানদের মনে চাপ তৈরি হয়ে গিয়েছিল।’
আরও পড়ুন… POTM: ফেব্রুয়ারি মাসের সেরা তিন ক্রি🀅কে🎉টারের নাম ঘোষণা করল ICC, লড়াইয়ে রয়েছেন যশস্বী
এরপরেই তামিলনাড়ুর কোচ সুলক্ষণ কুলকার্নিকে এক হাত নিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক। এটা ঠিক করেননি দলের কোচ। তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে গিয়ে লিখেছন, ‘এটি বড় ভুল। একজন কোচের কাౠছ থেকে এটা খুবই হতাশাজনক কথা। সাত বছর পর দলকে সেমিফাইনালে নিয়ে যাওয়া অধিনায়ককে সমর্থন করার পরিবর্তে এটা তিনি কি করলেন। হয়তো এখান থেকেই আগামীতে ভালো কিছু ঘটতে পারত বা শুরুর আরম্ভ হত। তবে কোচ যে কথা বলেছেন তাতে মনে হয়, কোচ তার অধিনায়ক এবং দলকে একেবারে বাসের নীচে ফেলে দিয়েছে𓆉ন।’