শুভব্রত মুখার্জি:- গোটা বাংলাদেশ ♛জুড়েই এই মুহূর্তে অস্থির পরিস্থিতি বিদ্যমান। এই ঘটনার প্রভাব পড়েছে সেই দেশের ক্রিকেটেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবিতেও এই মুহূর্তে অচলাবস্থা বর্তমান রয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার পর থেকে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে আর জনসমক্ষে দেখা যায়নি। বিসিবি হেড কোয়ার্টারেও হাজির হননি তিনি। তিনি আদৌও দেশে আছেন না দেশ ছেড়েছেন তা নিয়ে একটা জল্পনা রয়ে গিয়েছে। পাশাপাশি এই বছরের শেষেই আবার অক্টোবর মাসে বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। তা বিসিবি আদৌও আয়োজন করতে পারবে কিনা সেই নিয়েই রয়েছে সন্দেহ। এমন আবহে দাঁড়িয়ে নাকি বিসিবির সভাপতির পদ ছাড়তে প্রস্তুত নাজমুল হাসান পাপন! এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে বিসিবি সূত্রে। গোটা দেশের মতন এবার বিসিবিতেও সংস্কারের পথে হাঁ൩টতে পারেন কর্মকর্তারা।
আরও পড়ুন… অংশু মালিকের বড় ঘোষণা! ১২ বছরের স্বপ্ন ভাঙতেই বিরতি♓ নেওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতীয় কুস্তিগ🌟ীর
প্রসঙ্গত এই মুহূর্তে চতুর্থবার বিসিবি সভাপতি হিসেবে নিজের সময়কাল কাটাচ্ছিলেন পাপন। ডাঃ মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যে গোটা দেশে সংস্কারের নীতি সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই নাকি পদত্যাগ করতে চাইছেন পাপন। বিসিবির একটি সূত্রে খবর দেশে পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার পর থেকেই নাকি লন্ডনে রয়েছেন নাজমুল হাসান পাপন। শেখ হাসিনা সরকারের পতনের অনেক আগে থেকেই নাকি তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন। এই মুহূর্তে বিসিবির সমস্ত কার্যক্রম প্রায় বন্ধ। ঢাকাতে যে কয়েকজন বিসিবি ডিরেক্টর রয়েছেন তারা নাক🔴ি নিজেদের মধ্যে আলোচনা করেছেন ১৪ অগস্ট। এক ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই মিটিং হয়েছে। বেশ কিছু বিসিবির প্রাক্তন কর্মকর্তা ইতিমধ্যেই শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছিলেন। তারা বিক্ষোভও দেখিয়েছেন। তাদের দাবি ছিল নাজমুল হাসান পাপনের পদত্যাগ।
আরও পড়ুন… আসন🍌্ন দলীপ ট্রফির জন্য তৈরি পন্ত-🥂সূর্য-রাহুল! খেলবেন না রোহিত-কোহলি-অশ্বিন-বুমরাহ
ঘটনাচক্রে ২০২৫ সালের অক্টোবর মাসে শেষ হওয়ার কথা ছিল পাপনের বোর্ড সভাপতি হিসেবে মেয়াদ। বিসিবির একজন ডিরেক্টর এই মুহূর্তেও যোগাযোগ💞 রেখেছেন পাপনের সঙ্গে। তাঁকে এই মুহূর্তে কী পরিস্থিতি তাঁর আপডেট দিয়েছেন ওই ডিরেক্টর। পাপনের মনের ইচ্ছাও নাকি তিনি সংস্কারে সামিল হয়ে বিসিবি সভাপতির পদ ছাড়তে চান। বিসিবির এক সদস্যের কথাতে যদি ইস্তফা দেন নাজমুল তাহলে বোর্ড অফ ডিরেক্টরদের মিটিং ডাকা হবে। সেখানেই সিদ্ধান্ত হবে এই ইস্তফাপত্র গ্রহণ করা হবে না হবে না। এই মুহূর্তে টাইগাররা গিয়েছে পাকিস্তান সফরে। এরপর তারা সফর করবে ভারতে। তার আগেই বোর্ডের আভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে ফেলতে চাইছেন ডিরেক্টররা।