শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালেও পরবর্ত▨ী ওয়ান ডে সিরিজের আগেই ধাক্কা খেল নিউজিল্যান্ড শিবির। চোটের জন্য ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য পেসার, যাঁর কাধে ভর করে দ্বিতীয় টি-২০ ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় তারা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেন লকি ফার্গুসন। তিনি ২ ওভার বল করে মাত্র ৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন সেই ম্যꦑাচে। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন লকি।
উল্লেখযোগ্য বিষয় হল, সেই ম্যাচেই কাফ মাসলে চোট পান কিউয়ি তারকা। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মাঠে নামা হবে না তাঁর। ফার্গুসনকে দেশে ফেরত পাঠাচ্ছে নিউজিল্যান্ড।💛 তড়িঘড়ি তাঁর পরিবর্ত ক্রিকেটারের নামও জানিয়ে দিয়েছে নিউজিল্য🐼ান্ড ক্রিকেট বোর্ড। ফার্গুসনের বদলে নিউজিল্যান্ডের ওয়ান ডে স্কোয়াডে যোগ দিচ্ছেন অভিজ্ঞ পেসার অ্যাডাম মিলনে।
উল্লেখ্য, ফার্গুসন সদ্য চোট থেকে ফিরেছিলেন। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে মাঠে ফেরার পরে এবার কাফ মাসলের চোট নিয়ে মাঠের বাইরে চলে গেলেন তিনি। দ্বিতীয় টি-২০ ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে বল করার সময় অস্বস্তি অনুভব করেন ফার্গুসন। তিনি ওভার শেষ করার পরে মাঠ ছাড়েন। ম্যাচের মাঝে তিনি আর মাঠে ফেরেননি। তবে ম্যাচের শেষে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে মাঠে নামেন লকি🅺।
ইঙ্গিত মি⛦লছিল তখনই। শেষমেশ আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়। চোট নিয়ে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে যান ফার্গুসন। লকি নিউজিল্যান্ডের পঞ্চম বোলার, যিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন। কিউয়িদের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট༒ে ২ বার হ্যাটট্রিক করেছেন টিম সাউদি। এছাড়া একবার করে হ্যাটট্রিক করেছেন জেকব ওরাম, ম্যাট হেনরি ও মাইকেল ব্রেসওয়েল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য নিউজিল্যান্ডের পরিবর্তিত স্কোয়াড
হেনরি নিকোলস, উইল ইয়ং, টিম রবিনসন, মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, জোশ ক্লার্কসন, জ্যাকারি ফোকস, ডিন ফক্সক্রফট, গ্লেন ফিলিপস, জেকব ডাফি, অ্꧋যাডাম মিলনে, ইশ সোধি, মিচেল হে ও ন্যাথন স্মিথ।