রাত পোহালেই IPL ২০২৫-এর মেগা অকশন। ২৪ এবং ২৫ নভেম্বর ౠসৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। এই নিয়ে দ্বিতীয়বার IPL-এর নিলাম অনুষ্ঠিত হতে চলেছে দেশের বাইরে। এর আগের অকশনটি আয়োজিত হয়েছিল দুবাইয়ে। মোট ৫৭৪ জন ক্রিকেটার এই নিলামে অংশ নেবে, যার মধ্যে ৪৮ জন ক্যাপড ভারতীয় ক্রিকেটার এবং ১৯৩ জন ক্যাপড বিদেশি ক্রিকেটার। ইতিমধ্যেই মোট ৪৬ জন ক্রিকেটারকে রিটেন করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। এখনও ২০৪টি শূন্যস্থান ভরা বাকি। প্রত্যেকটি IPL দল সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারকে নিজেদের দলে নিতে পারবে এবং সর্বোচ্চ ৮ জন বিদেশি খেলোয়াড় নিতে পারবে। মেগা অকশনের আগে জেনে নিন সব খুঁটিনাটি।
রাইট টু ম্যাচ (RTM) কার্ড কী?
২০১৮ সালের পর ফের একবার এই RTM কার্ডকে ফিরিয়ে আনা হয়েছে অকশনে। প্লেয়ার রিটেনশনের পাশাপাশি RTM কার্ড ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚব্যবহার༒ করেও ফ্র্যাঞ্চাইজিগুলি ক্রিকেটারদের দলে তুলে নিতে পারবে। যেই দল ৬ জনের কম খেলোয়াড়কে রিটেন করবে তারাই মেগা অকশনে এই RTM কার্ড ব্যবহারের ক্ষমতা পাবে। অর্থাৎ যদি কোনও ফ্র্যাঞ্চাইজি ২ জন ক্রিকেটারকে রিটেন করে, সেক্ষেত্রে তারা অকশনে ৪টি RTM কার্ড ব্যবহার করতে পারবে।
তবে এবারের নিয়মটা একটু আলাদা। কোনও খেলোয়াড়ের IPL অকশনে সর্বোচ্চ যে দাম উঠবে RTM কার্ড ব্যবহার করে সেই🗹 টাকা দিয়ে তাঁ🍌কে আবার দলে ফিরিয়ে নিতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি। কিন্তু সেক্ষেত্রে প্রথমে বিড করা দলের কাছে সুযোগ থাকবে আরও বেশি অর্থ অফার করার। তখন সেই অর্থ দিতে রাজি থাকতে হবে ক্রিকেটারের পুরোনো ফ্র্যাঞ্চাইজিকে।
কারা IPL অকশনে RTM কার্ড ব্যবহার করতে পারবে না?
KKR এবং RR মেগা অকশনে একটিও RTM কার্ড ব্যবহার করতে পারবে না। তারা ইতিমধ্যেই ৬ জন ক্রিকেটারকে রিটেন൲ করে নিয়েছে। বাকি ৮টি ফ্র্যাঞಌ্চাইজি RTM কার্ড ব্যবহারের সুযোগ পাবে।
অ্যাক্সিলারেটেড অকশন কী?
IPL-এর মেগা অকশনে ৫৭৪ জন ক্রিকেটারের নাম থাকলেও তাদের সবাইকে যে উপস্থাপন করা হবে এমনটা নয়। আর এ🔯খানেই কাজে আসবে অ্যাক্সিলারেটেড অকশন। ১১৬ জন ক্রিকেটারের নাম উপস্থাপন করার পর এই প্রক্রিয়াটি ব্যবহার করা হবে। এই অকশন শুরু হবে ভারতীয় আন-ক্যাপড ক্রিকেটার রিকি ভূঁইকে দিয়ে, যিনি অকশনে ক্রিকেটারদের নামের তালিকায় ১১৭ তম স্থানে রয়েছেন। এই অ্যাক্সಞিলারেটেড অকশন দুটি পর্যায় হবে।
প্রথম পর্যায়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে অপশন থাকবে ১১৭-৫৭৪ নম্বর ক্রিকেটারের মধ্যে একজন একজন করে বাছার, তাদেরকেই উপস্থাপꦚন করা হবে নিলামে। অন্যদিকে দ্বিতীয় পর্যায়টি অনুষ্ঠিত হবে মেগা অকশনের শেষ দিন। সেদিন ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে অবিক্রিত ক্রিকেটার সহ&nb𝄹sp; ১১৭-৫৭৪ নম্বর ক্রিকেটারদের মধ্যে থেকে নাম বাছার সুযোগ থাকবে।
মার্কি সেট কী?
মেগা অকশনে দুটি মার্কি প্লেয়ারের সেট থাকবে। এই তালিকায় থাকা ক্রিকেটারদের নাম একদম শুরুতে উপস্থাপন করা হবে। প্রতিটি মার্কি সেটে ৬ জন করে ক্রিকেটারের নাম রয়েছে। তার মধ্যে মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, কেএল রাহুল, ঋষভ পন্ত, গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকে🧸টাররা আছে। এছাড়াও অকশনে ক্যাপড ব্যাটার, ক্যাপড বোলারের মতো এরকম অনেক তালিকা রয়েছে।
কখন শুরু হবে অকশন?
মেগা অকশন শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩:৩০ থেকে। প্রথমে এক এ⛦ক করে মার্কি প্লেয়♒ারদের নাম উপস্থাপন করা হবে। বিকেল ৫টা পর্যন্ত চলবে প্রক্রিয়া। এরপর ৪৫ মিনিটের বিরতির পর ৫:৪৫ থেকে শুরু হবে নিলাম, চলবে রাত ১০:৩০ পর্যন্ত।