রোদ চশমা পরেও বল ঠিক মতো দেখতে পেলেন না হার্ষাল প☂্যাটেল। সূর্যের আলোয় চোখে ধাঁধানোয় ঋষভ পন্তের ক্যাচ ধরতে পারলেন না তিনি। শুধু জীবনদান পাওয়াই নয়, পন্ত ৪৫৪ দিন পরে মাঠে ফিরে প্রথম বাউন্ডারি উপহার পেলেন সেই বলেই। যদিও যাঁর হাত থেকে জীবনদান পান, কিছুক্ষণ পরে তাঁর বলেই আউট হয়ে মꦬাঠ ছাড়েন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন।
গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ঋষভ পন্ত দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। অবশেষে মুল্লানপুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ম্যাচে মাঠে ফেলেন পন্ত। ক্যাপ্টেন হিসেবে মাঠে নামলেও টস-ভাগ্য সঙ্গ দেয়নি পন্তকে। টস জিতে পঞ্জাব দলনায়ক শিখর ধাওয়ান শুরুতে ব্যাট করতে প🐎াঠান ♚দিল্লিকে।
যদিও টসের পরে পন্ত স্পষ্ট জানান যে, তিনি শুরুতে ব্যাট করতেই চেয়েছিলেন। অর্থাৎ, টস হেরেও নিজেদের পছন্দ মতো শুরুতে ব্যাট করার সুযোগ পেয়ে যায় ক্যাপিটালস। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ ধ্বংসাত্মক ভঙ্গিতে ইনিংস শুরু করেন। তবে ৩.২ ওভারে দলগত ৩৯ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙার পরেই ধারাবাহিকভাবে💛 উইকেট হারাতে থাকে দিল্লি।
আরও পড়ুন:- KKR-এর হয়ে সব থেকে বেশি রান করেছে💮ন ক👍ারা? দেখুন সেরা ১০-এর তালিকা
ইনিংসের ৭.৬ ও🍨ভারে ডেভিড ওয়ার্নার সাজঘরে ফেরার পরে ব্যাট হাতে ক্রিজে আসেন পন্ত। দর্শকরা কামব্যাক কর𒁃া পন্তকে অভিবাদন জানাতে কুণ্ঠা বোধ করেননি। নিজের দ্বিতীয় বলেই ১ রান নিয়ে খাতা খোলেন ঋষভ।
১১.২ ওভারে রাহুল চাহারের বল লেগ সাইডে তুলে মারেন পন্ত। ডিপ মিডউইকেট বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন হার্ষাল প্যাটেল। তাঁর সামনে ক্যাচ ধরার সুযোগ ছিল। তবে তিনি বল তালুবন্দি করতে পারেননি। বল হার্ষালের হাতে লেগে বাউন্ডারির বাইরে চলে যায়। আউট হওয়ার বদলে ৪ রান উপহার পান ঋষভ। জ⛎ীবনদান পাওয়ার সময় পন্ত ব্যাট করছিলেন ব্যক্তিগত ৪ রানে।
ক্যাচ মিস করার পরের ওভারেই বল করতে আসেন হার্ষাল প্যাটেল। ১২.২ ওভারে প্যাটেলের বলে দুরꦡ্দাওন্ত একটি চার মারেন পন্ত। তবে সেই ওভারেই হার্ষালকে উইকেট দেন তিনি। ১২.৪ ওভারে হার্ষালের শর্ট পিচড স্লোয়ার ডেলিভারিতে ব়্যাম্পশট খেলার চেষ্টা করেন ঋষভ। বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করা জনি বেয়ারস্টোর হাতে। ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন দিল্লি দলনায়ক।
পন্ট আউট হওয়ার সময় দিল্লির স্কোর ছিল ৪ উইকেটে ১১১ রান। তিনি ম্যাচে হার্ষালের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন। দিল্লি শেষমেশ নির൲্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তোলে।