দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিলেন রাজস্থান রয়্যালস দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। টি২০ বিশ্বকাপ জেতার পরই ভারতীয় দলের দায়িত্ব ছেড়েছিলেন, এরপর জানিয়েছিলেন আ💯ইপিএলে কোচিং করাবেন তিনি। কয়েকদিন আগেই দ্রাবিড়ের নাম হেড কোচের পদে ঘোষণা করে রাজস্থান রয়্যালস শিবির। আর সেই পদে আসার পরই কাজ শুরু করে দিলেন সদ্য ভারতকে টি২০ বিশ্বকাপ জেতানো এই তারকা কোচ। উপস্থিত হলেন সহকারী কোচকে নিয়ে দলের ট্রায়াল ক্যাম্পে। কথা বললেন, উঠতি প্রতিভাদের সঙ্গেও।
আরও পড়ুন-ভারত দেশের মাটিতে অপরাজেয়! পাকিস্তানের সঙ্গে🐷 তুলনাই আসে না…অকপট♒ে জানালেন শাকিব…
সম্প্রতি রাজস্থান রয়্যালস ক্রিকেট দলের তরফে এক 🌊ট্রায়ালের আয়োজন করা হয়েছিল নাগপুরে। আইপিএলের নিলামের আগে এই ট্রায়ালে ঘরোয়া ক্রিকেটারদের দেখে নিলেন রাহুল দ্রাবিড় এবং তাঁর ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। এই ক্রিকেটারকে যে আইপিএলের জন্য দলে নেওয়া হবে সেটা নয়, তবে এখান থেকে কোনও ক্রিকেটার যদি চোখে পড়ে যায় সেক্ষেত্রে তাঁদের নেট বোলার 🐼হিসেবেও দলে নেওয়া হতে পারে। পাশাপাশি তাঁদের রাজস্থান রয়্যালসের হাই পারফরমেন্স সেন্টারেও কোচিংয়ের ব্যবস্থা করানো হবে।
নাগপুরে অনুষ্ঠিত রাজস্থান রয়্যালসের ট্রায়ালেই উপস্থিত হয়েছিলেন দ্রাবিড়। মুম্বই বা রাজস্থানই নয়, দেশের বিভিন্ন প্রান্তেই ক্রিকেট প্রশিক্ষণ শিবির গড়ে তুলেছে আইপিএল♌ের রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। ২০০৮ সালের চ্যাম্পিয়নরা দীর্ঘদিন ধরেই গ্রাসরুট লেভেল থেকেও ক্রিকেটার তুলে আনার দিকে নজর দিয়েছেন। সেই কারণে বরু আনকোরা ক্রিকেটারকেও তাঁরা আইপিএলের দলে সুযোগ দিয়ে থাকেন। প্রসঙ্গত রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসে🔯র হেড কোচ পদে আসার পর থেকেই গুঞ্জন ছড়িয়েছে, দল নাকি ছাড়তে পারেন শ্রীলঙ্কান তারকা কুমার সাঙ্গাকারা।
উল্লেখ্য, কুমার সাঙ্গাকারা দলে থাকুন অথবা নাই থাকুন, রাজস্থান রয়্যালস দলের আইপিএলের নিলামের আগে ক্রিকেটার রিটেনশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতকে টি২০ বিশ্বকাপ জেতানো এবং ওডিআই বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ রাহু দ্রাবিড়💎ই। এখনও কতজন ক্রিকেটার রিটেন করা যাবে, সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিসিসিআই। সেই কারণে দ্রাবিড়রাও তাঁদের তালিকা চূড়ান্ত করতে পারছেন না। তবে সঞ্জু স্যামসন, জোস বাটলার, রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল এবং ট্রেন্ট বোল্টের মধ্যে যে কোনও চার জনকে তাঁরা ধরে রাখবেন সেটা নিশ্চিত। যদি রিটেনশনের সংখ্যা বাড়ে সেক্ষেত্রে পাঁচজনকেই রাখতে চাইবেন তাঁরা।