সেঞ্চুরিয়নে চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ইতিমধ্যেই চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে বেশি রান তুলতে পারেনি ভারত। রান করতে রীতিমত কসরত করতে দেখা যায় টিম ইন্ডিয়ার ব্যাটারদের। একমাত্র কেএল রাহুল ছাড়া কেউই🐲 তেমন প্রভাব ফেলতে পারিনি প্রোটিয়াদের বোলিং আক্রমণের বিরুদ্ধে। কিন্তু ব্যাট করতে নেমে একেবারেই ছন্দের সঙ্গে ব্যাট করতে দেখা যায় এডেন মার্করামদের। তবে ম্যাচ চলাকালীন দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার মার্কো জানসেনকে সাবধান করতে দেখা যায় 'মেন ইন ব্লু'র তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে, যা দেখে ফেটে পড়ে স্টেডিয়াম।
বৃহস্পতিবার, অর্থ🙈াৎ ২৮ ডিসেম্বর, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিন। পাঁচ উইকেটে ২৫৬ রান নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। দলের স্কোর যখন ৩৬০। ঠিক তখনই আউট হন তারকা ওপেনর এলগার এবং ক্রিজে আসেন জেরাল্ড কোয়েটজি। ম্যাচ চলাকালীন আসে একটি মুহূর্ত যখন স্ট্রাইকে ছিলেন কোয়েটজি এবং অন্যদিকে ছিলেন জানসেন। সেই মুহূর্তে বল করতে যাচ্ছিলেন অশ্বিন, কিন্তু তিনি দেখেন যে ক্রিজের থেকে বাইরে বেরিয়ে জানসেন। সেই সময় তাঁকে আউট না করে অশ্বিন সতর্ক করেন।
গোটা মাঠে এই দৃশ্য দেখে প্রশংসা করেন তাঁর। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অধিকাংশই প্রশংসা করেছেন অশ্বিনের, তবে বহু ক্রিকেটপ্রেমী মনে করেছেন সেই সময় আউট করে দিলেই ভালো হতো টিম ইন্ডিয়ার জন্য। সব মিলিয়ে অশ্বিনের এই কীর্তিকে সম্মান জানিয়েছেন প্রཧোটিয়া সমর্থকেরা।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ৪০৮ রানে। অল্পের জন্য দ্বিশতরান করতে পারেননি ডিন এলগার। তাঁর সংগ্রহ ১৮৫। তবে প্রভাবশালী ব্যাটিং এসেছে ডেভিড বেডিংহ্যাম এবং মার্কো জানসেনের থেকে। দুজনেই করেছেন অর্ধশতরান।♐ ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট তোলেন জসপ্রীত বুমরাহ। এছাড়া দুটি উইকেট নেন মহম্মদ সিরাজ এবং একটি করে উইকেট পান প্রসিধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর এবং রবিচন্দ্রন অশ্বিন। এবার দ🔯েখার বিষয় নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কি করতে পারে টিম ইন্ডিয়া। তারা কি পারবে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৬৩ রানের লিড টপকাতে? কি হবে শেষে বলবে সময়।