অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে টি-২০ সিরিজ হারানোর পর এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে পা রেখেছে টিম ইন্ডিয়া। রবিবার তিন ম্যাচের টি-২০ সিরিজের 🦄প্রথম ম্যাচটি খেলতে নামবে 'মেন ইন ব্লু'। বিশ্বকাপের পর এই প্রথম সিরিজ খেলতে নামছে প্রোটিয়ারা। অন্যদিকে, জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া সূর্যকুমার যাদবরা। তাই জোরদার প্রস্তুতিতে লেগে পড়েছে দুই দল। তবে এই অ্যাওয়ে সিরিজের মাঝেই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। তা নিয়ে রিঙ্কু সিং এক সাক্ষাৎকারে নিজের বক্তব্য পেশ করছিলেন এবং সেই সময়ে ঘটে এক মজাদার কাণ্ড। সেই সাক্ষাৎকার চলাকাꦓলীন শুভমন গিলকে বলতে শোনা যায় যে বাঁদর কামড়েছিল বলেই এতো দ্রুত দৌড়াতে পারে রিঙ্কু।
আগামী বছর রয়েছে টিম ইন্ডিয়ার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তার আগে প্রতিটি সিরিজই এখন গুরুত্বপূর্ণ 'মেন ইন ব্লু'র কাছে। এই বড়ো টুর্নামেন্টকে ঘিরে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় বিসিসিআই টিভিকে একটি সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন রিঙ্কু সিং। তিনি বলেন, 'রাহুল স্যারের সঙ্গে কাজ করে খুবই ভালো লাগছে। উনি খুব ভালো মানুষ। তিনি আমাকে শুধু একটাই কথা বলেছেন যে নিজের কাজটা করে যেতে এবং নিজের উপর বিশ্বাস রাখতে। তিনি আমাকে বলেছেন যে পাঁচ নম্বরে এসে ব্যাটিং করা মোটেই সহজ নয়। তবুও যেন আমি নিজের কাজটা করে চলি নিজের মতো করে। ২০১෴৩ সাল থেকে আমি ওখানেই ব্যাট করে আসছি। আমি মাথা ঠান্ডা রেখে ব্যাট করি। এছাড়াও আমি নিজের ফিটনেসের উপর বেশি নজর দেওয়ার চেষ্টা করি। আমি খুব তাড়াতাড়ি দৌড়াতে পারি কারণ যখনই আমি মাঠে নামি ব্যাট করতে তখন আমার মাথায় শুধু এটাই চলে আমাকে দ্রুত রান করতে হবে।'
ঠিক এরপরই ঘটেꦆ সে মꦕজাদার কাণ্ড। সাক্ষাৎকারের মাঝে চলে আসেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার শুভমন গিল। এসেই গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে করেন একটি হাস্যকর মন্তব্য। তারকা ওপেনারের দাবি বাদর কামড়েছিল বলেই এত দ্রুত দৌড়াতে পারে রিঙ্কু। শুভমন গিল বলেন, 'ওকে বাঁদর কামড়েছিল, তাই ও এত তাড়াতাড়ি দৌড়াতে পারে।'
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এই সিরিজেও হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতܫে, দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয় সূর্যকুমার যাদবকে। রবিবার ১০ ডিসেম্বর ডারবনে সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামবে 'মেন ইন ব্লু'। দ্বিতীয় ম্যাচটি হবে মঙ্গলবার ১২ ডিসেম্বর এবং তৃতীয়টি জোহানেসবার্গে। তবে দলে থাকলেও, 'সহ-অধিনায়ক'এর ভূমিকায় দেখা যাবে না রুতুরাজ বা শ্রেয়স আইয়ারকে। তাঁদের পরিবর্তে সহ-অধিনায়কত্ব করবেন রবীন্দ্র জাদেজা। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে দলে জায়গা পেয়েছেন কুলদীপ যাদবও। এছাড়াও দলে রয়েছেন রিঙ্কু সিং, জিতেশ শর্মা, ইশান কিষানের মতো পিঞ্চ হিটার থেকে শুরু করে দীপক ছাহার, মহম্মদ সিরাজের মতো দাপুটে পেস তারকারা। এবার দেখꦍার বিষয়, দেশের মাটিতে সাফল্যের পর বিদেশের মাটিতে সাফল্য পায় কিনা ভারত।