শুরু হয়ে গেছে হাইভোল্টেজ বর্ডার-গাভাসকর ট্রফি। শুক্রবার থেকে পার্থে প𒈔্রথম টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিꩲয়া এবং ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথম দিনে শুরুটা ভালো হয়নি ভারতের। তবে বোলিংয়ে নজর কাড়ে জসপ্রীতরা। লড়াইয়ে ফিরিয়ে আনে টিম ইন্ডিয়াকে। প্রথম দিনে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়েছিল ৭ উইকেট হারিয়ে ৬৭ রানে। দ্বিতীয় দিনে খেলা শুরু হলে বাকি ৩ উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান করতে সক্ষম হয় অজিরা। আর এদিনই একটি মজার ঘটনার সাক্ষী থাকে সমর্থকরা। দ্বিতীয় দিনে যখন ভারত বল করছিল তখন উইকেটের পিছন থেকে দলের বোলারদের উদ্দেশ্যে বার্তা দিতে দেখা যায় ঋষভ পন্তকে। স্টাম্প মাইকে ধরা পড়ে সেই কথপোকথন। ভাইরাল হয়েছে ভিডিয়ো।
বরাবরই উইকেটের পিছনে এক মজাদার চরিত্র ঋষভ পন্ত। সবসময়ই কিছু না কিছু বলতে𝄹 থাকেন তিনি। কখনও নিজের দলের খেলোয়াড়দের সঙ্গে মজায় মেতে ওঠেন, তো কখনও বিপক্ষ দলের খেলোয়াড়দের স্লেজিং করেন। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে। যেখানে ওয়াশিংটন সুন্দরের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, ‘এরকম হালকা ভাবে চললে হবে না। মহল তৈরি করতে হবে, আরেকটু জোর লাগাতে হবে।’ আর এতেই নেটিজেনরা বেশ মজা পেয়েছেন। আসলে সকালে ২টি উইকেট তাড়াতাড়ি নিয়ে নিলেও শেষ উইকেট নিতে বেশ সম্যসায় পড়েছিল ভারত। ভালোই লড়াই জারি রেখেছিলেন মিচেল স্টার্ক। শেষ পর্যন্ত অবশ্য তাঁকে আউট করেন হর্ষিত রানা।
প্রসঙ্গত, দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। যার প্রথমটি শুক্রবার থেকে শুরু হয়েছে পার্থে। এর আগে এই অপটাস স্টেডিয়ামে কোনও ম্যাচ খেলেনি ভারত। শুক্রবার প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গেছিল ভারত। ব্যাট হাতে উল্লেখযোগ্য রান করেছিলেন কেএল রাহুল (২৬), ঋষভ পন্ত (৩৭) এবং নীতীশ কুমার রেড্ডি (৪১)। বোঝাই যাচ্ছিল এই পিচ বোলারদের বাড়তি সুবিধা দেবে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন জোশ হেজেলউড। এ𝕴ছাড়াও ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং মিচেল মার্শ।
জবাবে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে মাত্র ৬৭ রান তুলতে সক্ষম হয় তারা। এরপর দ্বিতীয় দিন খেলা শুরু হলে বাকি ৩ উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান তোলে অজিরা। ভারতের হয়ে ৩০ রান দিয়ে ৫ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। এছাড়াও ৪৮ রান দিয়ে ৩টি উইকেট নেন হর্ষিত রানা এবং ২০ রান দিয়ে ২টি উইকেট নেন মহম্মদ সিরাজ। জবাবে দ্বিতীয় ইনিংসে লড়াইটা ভালোই 💛শুরু করেছে দুই ওপেনার। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেট হারিয়ে ১৭২। ৯০ রানে অপরাজিত রয়েছেন যশস্বী জসওয়াল এবং ৬২ রানে অপরাজিত রয়েছেন কেএল রাহুল।