রোহিত শর্মার থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া নিয়ে উলটো-পালটা কথা বলেছেন মার্ক বাউচার। এমনই মন্তব্য করলেন রীতিকা সাজদে। ইনস্টাগ্রামে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ বাউচারের সাক্ষাৎকারের ‘কমেন্ট’ সেকশনেই সরাসরি সেই 'বোমা' ফেলেছেন রোহিতের স্ত্রী। কোনওরকম রাখঢাক না করেই রোহিতের স্ত্রী লিখেছেন, 'এটায় প্রচুর ভুলভাল জিনিস আছে।' অর্থাৎ রীতিকা একেবারে সরাসরি দাবি করেছেন, রোহিতকে মুম্বইয়ের অধিনা🧜য়কত্ব থেকে ছেঁটে ফেলা নিয়ে স্ম্যাশ স্পোর্টস শোয়ে𒉰র 'ব্যান্টার উইথ দ্য বয়েজ' পডকাস্টে যে মন্তব্য করেছেন বাউচার, সেটা আদতে ভিত্তিহীন। কিন্তু সত্যিটা ঠিক কী বা মুম্বইয়ের হেড কোচ ঠিক কী কী ‘ভুলভাল’ বলেছেন, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি রোহিতের স্ত্রী।
তাতে আগুনের তীব্রতা কমেনি। বরং রীতিকার সেই মন্তব্যের প্রেক্ষিতে মুম্বই ইন্ডিয়ান্সের উপর তুমুল ক্ষোভপ্রকাশ করেছেন নে𓆉টিজেনদের একাংশ। কিন্তু মুম্বইয়ের হেড কোচ ঠিক কী বলেছিলেন, যাতে প্রচুর ভুল আছে বলে দাবি করেছেন রোহিতের স্ত্রী রীতিকা?
স্ম্যাশ স্পোর্টস শোয়ের 'ব্যান্টার উইথ দ্য বয়েজ' পডকাস্টে বাউচার বলেছিলেন, ‘গত কয়েকটি মরশুমে ব্যাট হাতে নিজের সেরা ফর্মে ছিল না রোহিত। কিন্তু অধিনায়ক হিসেবে ও ভালো কাজ করেছে। ওকে আমরা এখনও খেলোয়াড় হিসেবে দলে চাই। সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। স্রেফ মাঠে নেমে যাও এবং অধিনায়কত্বের বোঝা 🌟ছাড়াই (ব্যাটিং এবং খেলাকে) উপভোগ কর। রোহিত শর্মার উপর থেকে অধিনায়কত্বের বাড়তি বোঝা তুলে নেওয়ায় আমরা হয়ত (ব্যাট হাতে) ওর সেরাটা দেখতে পাব। ওর মুখে হাসি দেখতে পাব। এটার আর কোনও সহজ উপায় নেই।’
আরও পড়ুন: নাকের ডগায় IPL 2024, নেটে পুরোদমে বোলিং শুরু করে দিলেন MI-এর 🦩নতুন অধিনায়ক ♓হার্দিক
রোহিতের পরিবর্তে হার্দিককে কেন মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে, সেটাও ব্যাখ্যা করেন বাউচার। যে হার্দিককে মুম্বইয়ের অধিনায়ক করা নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। কারণ গুজরাট টাইটানসে যাওয়ার পরে ঘুরিয়ে মুম্বইকে কটাক্ষ করেছিলে𓃲ন হার্দিক। ওই পডকাস্টে মুম্বইয়ের হেড কোচ বলেন, ‘হার্দিকও মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের ছেলে। ও অ𝔍ন্য একটি ফ্র্যাঞ্চাইজিতে গিয়েছিল। অধিনায়ক হিসেবে নিজের প্রথম বছরেই আইপিএল জিতেছে। দ্বিতীয় বছরে রানার্স-আপ হয়েছে। ওর মধ্যেও নিশ্চয়ই অধিনায়ক হিসেবে ভালো গুণ আছে।’
সেইসঙ্গে বাউচার বলেন, ‘(রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওযার🧔 ক্ষেত্রে) আবেগটা দূরে সরিয়ে রাখুন। এটা মূলত ক্রিকেটীয় সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার মন🉐ে হয়, এই সিদ্ধান্তের ফলে রোহিতের সেরাটা দেখা যাবে। ওকে মাঠে নামতে দিন। খেলাটা উপভোগ করতে দিন এবং কিছু রান করতে দিন।’