আর কিছুদিন পরই শুরু হবে আইপিএলের নতুন মরশুম। আর কয়েক ঘন্টা পরই দুবাইতে অনুষ্ঠিত হবে নিলাম পর্ব। তার আগেই জোর কদমে পরিকল্পনা শুরু করে দিয়েছে সব ফ্র্যাঞ্চাইজিগুলি ক্রিকেটারদের বাছাই নিয়ে। তবে 'রিটেনশন ও রিলিজ তালিকা জমা' পর্বের মধ্যে নাটকীয়ভাবে ঘর ওয়াপসি হয় গুজরাট টাইটানসের প্রাক্তন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। ফিরে আসার পর তাকেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয় রোহিত শর্মার জায়গায়। তবে এই সবকিছুর মাঝে এক্স হ্যান্ডেলে রোহিত শর্মার একটি ছবি ভাইরাল হয়, যা দেখে অনেকেই মনে করেন অধিনায়কের পদ চলে যাওয়াতে এমন মুখꦏের ভঙ্গি রোহিতের।
রোহিত শর্মার নেতৃত্বে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে এবার তাঁর জায়গায় দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়🍒াকে। তারকা অলরাউন্ডারের ঘর ওয়াপসি হওয়ার পর, তাঁকে এই গুরুত্বপূর্ণ পদ দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তারপরই রোহিত শর্মা এবং তাঁর স্ত্রী রীতিকা সাজদের একটি ছবি ভাইরাল হয়, যাতে দেখা যাচ্ছে দুজনেই মুখ গুমড়ে বসে।
জানা গিয়েছে, এই ছবিটি সেই দিনের যেদিন হার্দিককে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয় এবং সেই সময় প্রাক্তন অধিনায়ক এ♓বং তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন নিজেদের কন্যার স্কুলের অনুষ্ঠানে। এই ছবিকে ঘিরে রোহিত সমর্থকদের বক্তব্য যে অধিনায়ক হিসেবে নির্বাচিত না করায় একরকমের অপমান করা হয়েছে♌ হিটম্যানকে। অনেকে দাবি করেছেন এই সিদ্ধান্ত রীতিমত আঘাত দিয়েছে রোহিত শর্মা এবং তাঁর স্ত্রীকে। এছাড়াও পড়তে থাকে বিভিন্ন রকমের কমেন্ট রোহিতের সমর্থনে।
উল্লেখ্য, ২০২২ সালে অধিনায়ক হয়ে হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্সকে তাদের প্রথম মরশুমেই ট্রফি উপহার দিয়েছিলেন। ২০২৩ ফাইনালে পৌঁছালেও দ্বিতীয়বারের জন্য ট্রফি জিততে পারেননি হার্দিক। আসন্ন মরশুমে ঘর ওয়াপসি হওয়ায় তাঁকে অধিনায়ক হিসেবে বেছে নেন মুম্বই ইন্ডিয়ান্স। এক বিবৃতির মাধ্যমে মুম্বই জানিয়েছে, 'আমরা রোহিত শর্মার ꦯকাছে কৃতজ্ঞ মুম্বই ইন্ডিয়ান্সকে এক শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার জন্য। উনি অধিনায়ক হয়ে যা করেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা হার্দিক পান্ডিয়াকে নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছি এবং আশা করছি হার্দিকও রোহিতের মতো সাফল্য এনে দেবে দলকে।'