Jordan Hermann superb century: চলতি SA20 লিগের আট নম্বর ম্যাচে জর্ডন হারম্যানের একটি দুর্দান্ত সেঞ্চুরি এবং ওটনিল বার্টম্যানের কিছু চিত্তাকর্ষক বোলিংয়ের ফলে মঙ্গলবার রাতে জয় পেল সানরাইজার্স ইস্টার্ন কেপ। এদিন তারা কেপটাউনের নিউল্যান্ডসে এমআই কেপ টাউনের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই লড়াইয়ে এমআই কেপটাউনের বিরুদ্ধে সানরাইজার্স ইস্টার্ন কেপ রোমাঞ্চকর চার রানে ౠজয়লাভ ক⛄রে।
এদিনের ম্যাচে বাইশ গজে নতুন নায়কের উত্থান দেখল ক্রিকেট বিশ্ব। বাইশ বছর বয়সি জর্ডন হারম্যান এদিন দুরন্ত ব্যাটিং𝓀 করলেন। নিজের দলের জন্য ব্যাট হাতে ঝড় তুলেন। মাত্র ৬২ বলে ঝোড়ো ১০৬ রানে অপরাজিত ইনিংস খেললেন তিনি। তাঁর এদিনের ইনিংসে ছিল আটটি চার এবং ছয়টি ছক্কা। জর্ডন হারম্যানের এদিনের ইনিংসের দৌলতে সানরাইজার্স ২০২/২ স্কোর করে। এমআই কেপটাউনের কাছে এদিন হারম্যানের ব্যাটিংয়ের কোনও জবাব ছিল না।
জর্ডন হারম্যানের ব্যাটিং দেখে প্রশংসায় ভরিয়ে দেন প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘আমি গত বছর এই জর্ডন হা☂রম্যানের সম্পর্কে বলেছিলাম। পোর্ট এলিজাবেথের ওপেনিং খেলায় তাঁর সাথে দেখা হয়েছিল। দক্ষিণ আফ্রিকা লিগ চলাকালীন তাঁর সঙ্গে একটি ভালো আড্ডা দিয়েছিলাম। তাঁর প্রতিভাই শুধু মুগ্ধ করে না, তাঁর চরিত্রেও মানুষ মুগ্ধ হবে! তাঁর ভবিষ্যৎ খুবই খুব উজ্জ্বল।’
এরপরে জর্ডন হারম্যানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রকম পোস্ট দেখা যায়। কোথাও কোথাও ভক্তরা জর্ডন হারম্যানকে সুপার-ম্যানের সঙ্গে তুলনা করেছেন। সবকিছু ঠিকঠাক চললে বাঁহাতি এই ব্যাটার যে ভবিষ্যতে বিশ্ব ক্রিকে🔜ট কাঁপাবে তা বলাই যায়।
ম্যাচের কথা বললে, সানরাইজার্স ইস্টার্ন কেপের অধিনায়ক এইডেন মার্করাম এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। জর্ডন হারম্যান ও ডেভিড মালানের ১৩৮ রানের ওপেনিং জুটিতে পায়ের তলার মাটি শক্ত করে সানরাইজার্স। মালান ৩৭ বলে ৫৩ রান করে আউট হন। এরপরে হারম্যানের সঙ্গে ইনিংসকে এগিয়ে নিয়ে যান মার্করাম। ১৩ বলে ১৯ করে আউট হওয়ার পরে দলের হাল ধরেন ট্রিস্টান স্টাবস।🍬 ৯ বলে ১১ রান করে অপরাজিতꦍ থাকেন তিনি। তবে এদিন সকলের নজর কাড়েন জর্ডন হারম্যান। আটটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ৬২ বলে অপরাজিত ১০৬ রান করে মাঠে ছাড়েন তিনি। এমআই কেপটাউনের হয়ে দুটি উইকেট নেন পোলার্ড।
২০৩ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৮/৫ রান তোলে এমআই কেপটাউন। রোমাঞ্চকর ম্যাচে মাত্র ৪ রানে হারে তারা। রাসি ভ্যান ডার দাসেন ২৮ বলে ৪১ রান ও রায়ান রিকেল্টন ৩৩ বলে ৫৮ রান করে শুরুটা ভালো করেছিলেন। তবে এরপরে কোনও ব্যাটারই সেভাবে ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। ওটনিল ✨বার্টম্যান চার ওভার বল করে ৩৫ রান দিয়ে তিন উইকেট শিকার করেন। এই জয়ের ফলে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে সানরাইজার্স। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে তালিকার চারে চলে গেল এমআই কেপটাউন।