বৃহস্পতিবার পার্লে তৃতীয় তথღা শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানে হারায় ভারত। পাঁচ বছর পর প্রোটিয়াদের দেশে একদিনের সিরিজ 🐓জয়ের স্বাদ পেল ভারতীয় দল। ২০১৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে প্রথম বার দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জিতল টিম ইন্ডিয়া। এবার কেএল রাহুলের নেতৃত্বে।
এবারের ওডিআই সিরিজ𒁏 জয় দিয়ে শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। এদিন সঞ্জু স্যামসনের দুরন্ত শতরানের হাত ধরে পার্লে ম্যাচ জেতে ভারত। সেই সঙ্গে সিরিজও ২-১ জিতে নেন কেএল রাহুলরা।
আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে ODI সিরꦦিজে ১০ উইকেট নিয়ে শামির রেকর্ড ছুঁলেন আর্শদীপ, টপকালেন জাহিরকে
স্যামসনের দুর্দান্ত নক এবং আর্শদীপ সিং-এর আগুনে বোলিং বাদে, তৃতীয় ওয়ানডে ম্যাচের আরও একটি মুহূর্ত ছিল যা সমস্ত সোশ্যাল হুহু করে মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনাটি ঘটেছিল ম্যাচের দ্বিতীয় ইনিংসে। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কেশব মহারাজ ব্যাট কর💫ছিলেন সেই সময়ে। তখন ম্যাচের ৩৩.২ ওভারের খেলা চলছে। প্রোটিয়াদের স্কোর ছয় উইকেটে ১৭৭ রান।
আরও পড়ুন: শেষ ওভারের রোমহর্ষক নাটকে ব্রিটিশদের হারাল উইন্ডিজ, ODI-এর পর T20Iꦑ সিরিজেও এল জয়
কেশব মহারাজ স্ট্রাইক নিতে গেলে হঠাৎ-ই বোল্যান্ড পার্কের স্পিকারের মাধ্যমে ভেসে আছে ‘রাম সিয়া রাম’ গানটি। রাহুল তৃতীয় ওয়ানডেতে উইকেটরক্ষক ছিলেন। মহারাজ পিচে ❀গিয়ে গার্ড নেওয়ার সময়ে রাহুল তাঁকে বলেন, ‘আমি ব্যাট করতে নামার সময়েও এই গানটাই বাজানো হয়েছিল।’ উত্তরে মহারাজ হাসি মুখে বলেন, ‘তুমি ঠিকই বলেছ।’ তাঁদের কথোপকথনের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায়꧃ ভাইরাল হয়েছে। রাহুলের আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস এই ঘটনার ভিডিয়োটি নেটপাড়ায় পোস্ট করেছে।