এটাও ক্যাচ হতে পারে! হয়তো ভাবতেই পারেননি ম্যাথিউ ব্রিৎজকে। একেবারে লাফিয়ে উঠে এক হাতে চ൩িলের মতো ছোঁ মেরেই ক্যাচ নিলেন রোমারিও শেফার্ড। সাজঘরে ফিরলেন ব্রিৎজকে। এমন ক্যাচে অভিভূত বিশ্ব ক্রিকেটও।
এসএ২০ লিগের ম্যাচে সোমবার মুখোমুখি হয়েছিল ডারবানস সুপার জায়ান্টস এবং জোবার্গ সুপার কিংস। টস জিত🐼ে ডারবানসকে ব্যাট করতে পাঠিয়েছিল সুপার কিংস। ডারবানসের ইনিংসের ৩.৫ ওভারের ঘটনা। নান্দ্রে বার্গারের বলে স্ট্রাইকে ছিলেন ব্রিৎজকে। বার্গারের বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন ব্রিৎজকে। মিড-উইকেটের বৃত্তের প্রান্তে দাঁড়িয়ে ছিলেন শেফার্ড। তিনি ক্যাচটি না ধরলে নিশ্চিত ভাবে বাউন্ডারি হয়ে যেত।
শেফার্ড অনেকটা লাফিয়ে ডানহাতে ক্যাচটি নেন। একেবারে নিখুঁত টাইমে লাফিয়ে ক্যাচটি 🐟নিয়ে সকলকে বিস্মিত করে দেন তিনি। যে ক্যা♑চের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হয়ে গিয়েছে।
এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড় করেছিল ডারবꦅানস। দলের ১৫ রানের মাথায় সাজঘরে ফিরে গিয়েছিলেন কুইন্টন ডি'কক। ৮ বলে ২ রান করে মইন আলির বলে রেজা হেনড্রিক্সকে ক্যাচ দেন ডি'কক। ২১ রান হতে না হতেই দ্বিতীয় উইকেট পড়ে। সেটা ব্রিৎজকে-এর। ৯ বলে ১৩ করে আউট হন তিনি। ২৭ রানে পড়ে যায় আরও এক উইকেট। ৩৪ রানে চতুর্থ উইকেট হারিয়ে ডারবানস চাপে পড়ে যাౠয়।
একমাত্র হেনরিখ ক্লাসেনই ভদ্রস্থ স্কোর করেছেন। সাতটি চার, দু'টি ছক্কার হাত ধরে ৪১ বলে ৬৪ করেন ক্লাসেন। এটাই ডারবানসের একমাত্র অক্সিজেন হয়। বাকিদের অবস্থা তথৈবচ। ক্লাসেন ছাড়া আরও চার জন🎀 দুই অঙ্কের ঘরে পৌঁছলেও, ২০ রানের গণ্ডিই কেউ টপকাতে পারেননি।💦
ব্রিৎজকে (১৩), উইয়ান মাল্ডার (১২), কেমো পল (১৭𒁃), নিকোলাস পুরানরা (১৫) দুই অঙ্কের ঘরে নামেই পৌঁছান। যার ফল হাতেনাতে পায় ডারবাসন। তারা নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪৫ রান করে। সুপার কিংসের লিজাদ উইলিয়ামস একাই ৪ উইকেট তুলে নেন।
এদিকে রান তাড়া করতে নেমে আরও খারাপ দশা হয় সু🉐পার কিংসের। তা🍸রা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান করে। রেজা হেনড্রিক্সের ৩৮ এবং মইন আলির ৩৬ রান ছাড়া বাকিরা পুরো ল্যাজেগোবরে হয়েছেন। কেউ এক অঙ্কের গণ্ডিই টপকাতে পারেননি। ডারবানসের রিস টপলি ৩ উইকেট তুলে নেন। ২টি করে উইকেট নিয়েছেন কেশব মহারাজ এবং রিচার্ড গ্লেসন।