আসন্ন টি-২০ বিশ্বকাপে꧟র জন্য পরীক্ষিত স্কোয়াড ঘোষণা করল নেদারল্যান্ডস। যদিও ১৫ জনের মূল স্কোয়াডে জায়গা পেলেন না দুই অভিজ্ঞ তারকা। এমন দুই ক্রিকেটারকে ছাড়াই বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নেন ডাচরা, যাঁদের অনুপস্থিতিতে নেদারল্যান্ডস দলকে পূর্ণ শক্তির বলা যাবে না মোটেও।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়লেন রিওলফ ভ্যান ডার মারউই, যিনি এর আগে দক্ষিণ আফ্রিকার হয়েও টি-২০ বিশ্বকাপ খেলেছেন। বাঁ-হাতি অল-রাউন্ডার ২০০৯ ও ২০১০ সালে প্রোটিয়াদের হয়ে টি-২০ বিশ্বকাপে মাঠে নামেন। পরে ২০𒈔১৬, ২০২১ ও ২০২২ টি-২০ বিশ্বকাপে ডাচদের হয়ে প্রতিনিধিত্ব করেন।
অর্থাৎ, ইতিমধ্যেই ৫টি ট🐻ি-২০ বিশ্বকাপ খেলা ৩৯ বছরের তারকাকে ছাড়াই এবার বিশ্বকাপে মাঠে নামবে নেদারল্যান্ডস। উল্লেখ্য, ভ্যান ডার মারউই এখনও পর্যন্ত মোট ৫৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে ৬০টি উইকেট নিয়েছেন। সেই সঙ্গে সংগ্রহ করেছেন ৪৯০ রান।
এছাড়া 𒁏নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াডে নেই নির্ভরযোগ্য ব্যাটার কলিন অ্যাকারম্যান। ১৫ জনের মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বিক্রমজিৎ সিং। রয়েছেন বাস ডি'লিড, লগান ভ্যান বিক, ম্যাক্স ও'দাউদ, পল ভ্যান মিকেরেনের মতো প্রথমসারির তারকারা। প্রত্যাশা মতোই বিশ্বকাপে নেদারল্যান্ডসকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার স্কট এডওয়ার্ডস।
টি-২০ বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডসের ১৫ জনের স্কোয়াড:-
স্কট এডওয়ার্ডস (ক্যাপ্টেন ও উইকেটকিপার), আরিয়ান দত্ত, বাস ডি'লিড, ড্যানিয়েল ডরাম, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, লগান ভ্যান বিক, ম্যাক্স ও'দাউদ, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামান🐲ুরু, টিম প্রিঙ্গল, বিক্রমজিৎ সিং, ভিভ কিংমা ও ওয়েসলি বারেসি।
আসন্ন টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডস ডি-গ্রুপে জায়গা পেয়েছে। গ্রুপ লিগে তাদের লড়াই দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের সঙ্গে। ৪ জুন ডালাসে নেপালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যাল্ডস। ৮ জুন নিউ ইয়র্কে ডাচদের লড়াই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ১৩ জুন সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস। ১৬ জুন সেন্ট লুসিয়ায় শ্রীলঙ্কার বি🔴রুদ্ধে লড়াইয়ে নামবে ডাচ দল।
টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ নেদারল্যান্ডসের গ্রুপ লিগের সূচি:-
৪ জুন: নেদারল্যান্ডস বনাম নেপাল (ডালাস)।
৮ জুন: নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা (নিউ ইয়র্ক)।
১৩ জুন: নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ (সেন্ট ভিনসেন্ট)।
১৬ জুন: নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্🐠📖কা (সেন্ট লুসিয়া)।