শুভব্রত মুখার্জি: ভারতীয় দলের হয়ে দ𓆉ীর্ঘদিন ধরে খেলছেন বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান। আইপিএলেও নিয়মিত খেলেন তিনি। বর্তমানে তিনি পঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন। সম্প্রতি তিনি এক বেশ আবেগঘন পোস্ট করেছেন। তাঁর ছেলে জোরাভারের সম্প্রতি জন্মদিন ছিল।ছেলে আপাতত রয়েছে অস্ট্রেলিয়াতে। সেখানে জোরাভার থাকেন ধাওয়ানের প্রাক্তন স্ত্রীর সঙ্গে। আপাতত বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে ধাওয়ান পুত্র অস্ট্রেলিয়াতে তাঁর প্রাক্তন স্ত্রীর সঙ্গেই থাকেন। ছেলের জন্মদিনে এক সাক্ষাৎকারে ধাওয়ান জানিয়েছেন শেষবার তিনি তাঁর ছেলেকে অস্ট্রেলিয়াতে মাত্র দুই ঘণ্টার জন্য দেখার সুযোগ পেয়েছিলেন।
'হিউম্যানস অফ বোম্বেকে' দেওয়া এক সাক্ষাৎকারে শিখর ধাওয়ান তা🔴ঁর ছেলের কথা বলতে গিয়ে জানিয়েছেন, ‘অনেক সময় এমন গিয়েছে যে আমি ভেবেছি, পরিকল্পনা করেছি অস্ট্রেলিয়াতে এক সপ্তাহের বেশি সময় কাটাতে। এর একটাই উদ্দেশ্য আমার ছেলের সঙ্গে দেখা করার একটা সুযোগ পাওয়া। তার সঙ্গে সময় কাটানো। আমাদের মধ্যে দেখা খুব সামান্য সম𝓡য়ের জন্য হত। মাঝেমধ্যে কয়েকদিনের জন্য দেখা হয়েছে। যার মধ্যে আমরা মাত্র ১-২ ঘণ্টা একে অপরের সঙ্গে দেখা করতে পেরেছি।’
গত ২৬ ডিসেম্বর ছিল শিখর ধাওয়ানের পুত্র জোরাভারের জন্মদিন। সেই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়াতে একটি আবেগঘন সাক্ষাৎকার দিয়েছেন শিখর ধাওয়ান। তিনি আশা করেন কোন না কোনও দ🦄িন তাঁর ছেলে এই পোস্টটা নিশ্চয় পড়বেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি এতদিন কোন যন্ত্রনায় ছিলাম না। আমি নিজের চিন্তা ভাবনা আজকে এখানে লিখেছি। পাঁচ মাস হয়ে গেল আমার সঙ্গে আমার ছেলের কোন কথা হয়নি। আমি নিজের অনুভূতির কথা লিখছিলাম মাত্র। আমি খুব অনুভূতিপ্রবণ একজন মানুষ। আমি আমার সন্তানকে আমার ভালোবাসা পৌঁছে দিতে চাইছিলাম। আমি যদি ওর বিষয়ে ভাবতে গিয়ে সবসময়ে দুঃখী থাকি তাহলে ওর মধ্যেও নেগেটিভ এনার্জি পৌঁছে যাবে।’
শিখর ধাওয়ান লিখেছ🌃েন, ‘আমি কখনও ভাবিনি আমার ওই পোস্ট ভাইরাল হয়ে যাবে। আমি আমার অন্তর থেকে লিখেছিলাম সবকিছু। আমি এই আশা নিয়েই লিখেছিলাম যাতে এই টেকনোলজির যুগে আমার ছেলে ওই পোস্ট পড়তে পারে। তার কাছে ওই পোস্ট পৌঁছাবে।’