শুভব্রত মুখার্জি: ক্রিকেটের ইতিহাসে অন্যতম জনপ্রিয় প্রতিদ্বন্দ্বিতা ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। জনপ্রিয়তার নিরীখে যা অনেকটাই এগিয়ে👍 রয়েছে ঐতিহ্যশালী অ্যাসেজ সিরিজের থেকেও। ক্রিকেটে বিশ্বের যে কোন প্রান্তেই খেলা হোক না কেন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর, স্টেডিয়াম একেবারে কানায় কানায় পূর্ণ থাকে। এতটাই উত্তেজনা, উন্মাদনা থাকে এই ম্যাচকে ঘিরে। তবে দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটার কারণে ২০০৭ সালের পর থেকে আর কোন টেস্ট ম্যাচে মুখোমুখি হয়নি দুই দল। দুই দেশের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজ ও খেলা হয়েছিল শেষ ২০১২/১৩ মরশুমে।꧑ তারপর আর কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দুই দেশ।
এই মুহূর্তে শুধুমাত্র আইসিসি বা এসিসি আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে মুখোমুখি হয় তারা। এমন আবহেই এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর মতে নিরপেক্ষ ভেন্ꦗযুতে ভারত বনাম পাকিস্তানের টেস্ট ম্যাচ হওয়া উচিত। আর রোহিত শর্মার এই বক্তব্যকেই পূর্ণ সমর্থন জানিয়েছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক তথা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি।
ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্ট নামক এক শো'তে ভারত বনাম পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে প্রশ্ন করা হয়েছিল রোহিত শর্মাকে। এই বিষয়ে বলতে গিয়ে রোহিত শর্মা জানিয়েছিলেন, ‘আমরা ওদের (পাকিস্তানের) সঙ্গে এই মুহূর্তে আইসিসি ট্রফিতে খেলি। ফলে (দ্বিপাক্ষিক সিরিজ) খেললাম কি খেললাম না সেটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়। আমি এই মুহূর্তে যেটা নিয়ে বেশি উৎসাহিত তা হল নিখাদ ক্রিকেট খেলা। এর বাইরে আমি আর কোনও কিছু নিয়ে চিন্তিত নই। তবে এটাও বলব যে পাকিস্তান দল হিসেবে খুব ভালো। ওদের বোলিং লাইন আপও খুব ভালো। ফলে এটা খুব ভালো একটা লড়াই হয় যখন ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়। ওদের বোলিং লাইন আপ খুব ভালো। ফলে এটা ♛খুব ভালো একটা লড়াই হতে পারে যদি বিদেশের মাটিতে খেলা হয়। আর এটা বাস্তবে হলে তা সত্যিই দারুণ হবে।’
রোহিতের এই বক্তব্যের একদিন পরেই তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন শাহিদ আফ্রিদি। সামা টিভিকে বিষয়টি নিয়ে দেওꩵয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বিলকুল বহুত আচ্ছা জবাব হ্যায়। হোনা ভি এহি চাহিয়ে।’ অর্থাৎ খুব ভালো উত্ত꧒র দিয়েছে (রোহিত)। এটা বাস্তবে হওয়াও দরকার আছে (ভারত বনাম পাকিস্তান ম্যাচ)। তিনি আরও যোগ করে বলেন, ‘ভারত অধিনায়কের করা এই মন্তব্য খুব পজিটিভ মন্তব্য। ভারতের ও একজন অ্যাম্বাসেডর। আমরা বরাবর বলেছি ভারত এবং পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে খেলার বিশেষ করে ক্রিকেট খেলাটার আলাদা একটা গুরুত্ব রয়েছে। আমরা একটা সময়ে ভারত সফরে যেতাম। সেখানে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতাম। আমরা দুই প্রতিবেশী। দুই প্রতিবেশীর অধিকারের মধ্যে পরে তাদের সম্পর্ক যতটা সম্ভব ভালো করা যায়।’