আর কদিন পরই শুরু হয়ে যাচ্ছে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। শুক্রবারই বাবা হয়েছেন রোহিত শর্মা। ফলে পার্থ টেস্টে ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে হিটম্যানের খেলা। এরই মধ্যে টিম ইন্ডিয়াও নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলে ঝালিয়ে নিচ্ছে। যদিও সেখানে ব্যাটারদের আবারও বাউন্সি পিচে নাকানিচোবানি খেতে দেখা গেছেꦺ। এরই মধ্যে এবার বর্ডার গাভাসকর ট্রফি নিয়েই বড় বার্তা দিলেন শার্দুল ঠাকুর।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবর🌠ে অবস্থা সরফরাজের!
শার্দুলের বর্ডার গাভাসকর সিরিজ নিয়ে বার্তা-
ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে গতবার অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিতে এসেছিলেন শার্দুল ঠাকুর। স্রেফ🔯 বল হাতে নয়, কঠিন উইকেটে ব্যাট হাতেও কামাল দেখিয়েছিলেন এই পেসার অলরাউন্ডার। সেই শার্দুলই বলছেন, শুধু যদি ব্যাটারদের জন্যই এই সিরিজ কঠিন হবে ভাবা হয় তাহলে সেটা ভুল। কারণ বোলারদেরও কঠিন পরীক্ষায় পড়তে হবে।
বোলার-ব্যাটার, উভয়ের কঠিন চ্যালেঞ্জ-
শার্দুল ঠাকুর বলছেন, ‘বর্ডার গাভাসকর ট্রফি এমনিতেই রুদ্ধশ্বাস হয়। ফলে সেটা নতুন নয়। এবার আমরা ওদের দেশে খেলতে যাচ্ছি। শুধু বোলাদের নয়, ব্যাটারদের জন্যেও কঠিন পরীক্ষা অপেক্ষা করবে। তবে ভারতের রিজার্ভ বেঞ্চের শ🐽ক্তি রয়েছে। আর যে ক্রিকেটাররা ইন্ডিয়া এ সাইড 𝐆থেকে মূল দলে এসেছে, আশা করব তাঁরাও ভালো খেলবে ’।
আরও পড়ুন-পুত্র সন্তানের মা হলেন রিতিকা! র♕োহিতের পরিবারে নতুন অতিথি! ৩ থেকে ৪ হলেন…
স্লেজিংয়ের উত্তরই দিও না-
অস্ট্রেলিয়া মানেই স্লেজিংয়ের ডেরা। আগে বিরাট কোহলির🔯 অল্প বয়সে একাই তিনি বুঝে নিতেন অজিদের ১১জনকে। কারণ ব্যাট হাতে উত্তর দিতেন। এখন জুনিয়রদের যদি স্লেজিং করা হয় কি করা উচিত? শার্দুল বললেন, ‘ওদের কোনও জবাব দেওয়া উচিত না। ওদের কথা বলতে দাও, আমরা কেন কথা বাড♛়াব। দেখ না কত কথা বলতে পারে। আমি থাকলে তো আমি তাই করতাম, এটাই অস্ট্রেলিয়ানদের উত্তর দেওয়ার সঠিক পন্থা ’।
আরও পড়ুন-IPL নিলামের আগেই ব্যাট হ🎉াতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
বর্ডার গাভাসকর ট্রফিতে এগিয়ে ভারত-
বর্ডার গাভাসকর সিরিজের আগে সব সময়ই প্রস্তুতির একটা সময় থাকা উচিতꩵ। কারণ এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান বলছেন যবে থেকে বর্ডার গাভাসকর সিরিজ শুরু হয়েছে এখনও পর্যন্ত তাঁর মধ্যে ১০বারই সিরিজ জিতেছে ভারত, অস্ট্রেলিয়া সেখানে অর্ধেক অর্থাৎ ৫বার। ২০০৪-০৫ সাল🐟ে শেষবার অস্ট্রেলিয়া ভারতে এসে সিরিজ জেতে আর ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া শেষবার নিজের দেশে বর্ডার গাভাসকর সিরিজ জেতে।