ভারতের তরুণ ব্যাটসম🐎্যান শুভমন গিল এবং ইশান কিষাণ চলতি ২০২৩ এশিয়া কাপে তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সের জে🤡রে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এখনও র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছেন। এদিকে নেপালের বিরুদ্ধে ভারতকে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শুভমন গিল। তিনি অপরাজিত ৬৭ রান করেছিলেন। যে কারণে তিনি ৭৫০ রেটিং পয়েন্ট নিয়ে ওডিআই ব্যাটার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ তৃতীয় স্থানে উঠে এসেছেন।
পাল্লেকেলেতে আবার পাকিস্তানের বিরুদ্ধে মেন ইন ব্লু-এর হয়ে ৮২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ইশান সকলের নজর কাড়েন। সেই সঙ্গে তিনি ৬২৪ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছান। ওয়ানডে ব্যাটারদের সদ্য প্রকাশিত তালিকায় ১২ ধাপ লাফিয়ে ২৪-এ উঠে এওসেছেন ইশান।
বুধ🍨বারের আগে এশিয়া কাপে বাবর মাত্র একটি ইনিংসই খেলেছিলেন এবং নেপালের বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত ১৫১ রান করে তিনি ন꧑িজের জায়গা মজবুত করেছেন। পাকিস্তানের অধিনায়ক ৮৮২রেটিং নিয়ে ওয়ানডে ব্যাটার র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছেন।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১০ জনের মধ্যে কোনও পরিবর্তন হয়নি। শুভমন ছাড়া প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়ক রয়েছেন দশম স্থানে। অধিনায়ক রোহিত রয়েছেন ১১ নম্বরে। বাবর ছাড়াও প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন প▨াকিস্তানের আরও দু'জন। চতুর্থ স্থানে রয়েছেন ইমাম উল হক এবং সাত নম্বরে ফখর জামান।
আরও পড়ুন: ভারত কি পাকি📖স্তানের কাছে হারতে ভয় পাচ্ছে? আবহাওয়া ইস্যꦐুতে ফের খোঁচা নাজাম শেঠির
দক্ষিণ আফ্রিকার হিটার রাসি ভ্যান ডার ডুসেন দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কা আট ধাপ উপরে উঠে ২♔৯তম স্থান জায়গা করে নিয়েছেন।
এশিয়া কাপের মাঝে একাধিক পাক বোলারের বিশ্ব ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। আইসিসি ওডিআই বোলারদের ক্রমতালিকায় চার ধাপ উঠে পঞ্চম স্থানে পৌঁছেছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের হয়ে তিনি চলতি এশিয়া কাপে ২টি ম্যাটে ৬টি উইকেট নিয়েছেন। পাশাপাশি তাঁর সতীর্থ হ্যারিস রউফ ১৪ ধাপ উঠে ২৯ নম্বরে পৌঁছেছেন। অন্যদিকে পাক তরুণ ꦇতুর্কি নাসিম শাহ ১৩ ধাপ উঠে ৬৮ নম্বরে পৌঁছে গিয়েছেন।
এদিকে বোলারদের ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ভারতের মাত্র এক জনই। মহম্মদ সিরাজ রয়েছেন আট নম্বরে। আর অলরাউন্ডারদের তালিꦆকায় প্রথম ১০-এর মধ্যেও রয়েছেন একমাত্র ভারতের হার্দিক পান্ডিয়া। তিনি রয়েছেন দশম নম্বর স্থানে।