যে আশঙ্কা করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট, সেটাই সত্যি হতে চলেছে। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের আগেই ঘোর দুশ্চিন্তা চেপে বসল গৌতম গম্ভীরদের ঘাড়ে। কেননা বড়সড় চোট পেয়ে সিরিজের প্রথম টেস্টে অনিশ্চিত হ▨য়ে পড়লে꧒ন শুভমন গিল, এমনটাই খবর।
একা গিলই নন, বরং পারথে প্রস্তুতি চালানোর সময় চোট পেয়েছেন সরফরাজ খান ও লোকেশ রাহুলও। সরফরাজ অনুশীলনের সময় কনুইয়ে চোট পান। লোকেশ রাহুল শুক্রবার ভারতীয়-এ দলের বিরুদ্ধে ম্যাচ পরিস্থিতির অনুশীলনে চ꧑োট পান। প্রসিধ কৃষ্ণার একটি লাফিয়ে ওঠা বলে ডান কন☂ুইয়ে চোট পান লোকেশ রাহুল। তিনি ফিজিওর শুশ্রুষা নিয়ে ব্যাটিং জারি রাখার চেষ্টা করেন বটে, তবে পারেননি। চোট নিয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন রাহুল।
শনিবার ভারতীয়-এ দলের বিরুদ্ধে ম্যাচ পরিস্থিতির অনুশীলনে চোট পান শুভমন গিল। তিনি স্লিপে ফিল্ডিং করার সময় আঙুলে আঘাত পান। তাঁর চোট গুরুতর দেখাচ্ছে। ফলে পারথে স♎িরিজের প্রথম টেস্টে গিলের মাঠে নামা ঘোর অনিশ্চয়তার মেঘে ঢেকে যায়। স্লিপে ক্যাচ ধরার চেষ্টায় শু♕ভমন গিলের বুড়ো আঙুলে চোট লাগে বলে খবর।
২২ নভেম্বর থেকে পারথে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট। হাতে বেশ কয়ে✨কটা দিন সময় থাকলেও গিলের ম্যাচ ফিট হয়ে উঠতে সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, শুক্রবার অনুশীলন ম্যাচে ২ বার ব্যাট করতে নামেন শুভমন গিল। প্রথমবার ব্যক্তিগত ২৮ রানের মাথায় নভদীপ সাইনির বলে গালিতে ধরা পড়েন তিনি। দ্বিতীয় দফায় শুভমন গিল নজরকাড়া ব্যাটিং করেন। তিনি ৪২ রানে অপরাজিত থেকে ব্যাট ছেড়ে দেন।
পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ভারতীয় ✨দল সম্ভবত রোহিত শর্মাকে পাচ্ছে না।﷽ রোহিত ব্যক্তিগত কারণে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবেন না বলে খবর। তিনি সদ্য দ্বিতীয় সন্তানের পিতা হয়েছেন। এখনও অস্ট্রেলিয়ায় গিয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেননি হিটম্যান।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখনও নিশ্চিতভাবে জানায়নি রোহিত প্রথম টেস্টে খেলবেন কিনা। তবে কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়েছেন যে রোহিত না খেললে তাঁদের প্ল্য়ান-বি তৈরি রয়েছে। হিটম্যান না খেললে লোকেশ রাহুল বা অভিমন্যু ঈশ্বরনকে দিয়ে ওপেন করানোর কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদি নিতান্তই লোকেশ ওপেন করতে নামেন, তবে টপ অর্ডারে রোহিতের অভাব ঢাকতে শুভমন🐠 গিলকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। গিল যদি প্রথম টেস্টে মাঠে নামতে না পারেন, তবে সিরিজ শুরুর আগেই জোর ধাক্কা খাবে ভারতীয় শিবির।