ভারত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ দুবাইয়ে খেলছে। আর এটাই বাকি প্রতিযোগী দল এবং কিছু বিশেষজ্ঞর ক্ষোভের কারণ হয়ে উঠেছে। সকলের দাবি, রোহিত শর্মা ব্রিগেড চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ একই ভেন্যুতে খেলার বাড়তি সুবিধে পাচ্ছে। তবে টিম ইন্ডিয়ার প্রাক্তন ভারতের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় পালটা এর জবাব দিয়ে বলেছেন যে, পাকিস্তানে খেললে ভারত আরও বেশি রান করত।
আসলে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু ভারত-পাক রাজনৈতিক সমস্যার এবং নিরাপত্তাজনিত কারণে, সেদেশে খেলতে যাওয়ার অনুমতি পাননি রোহিত শর্মারা। এই মুহূর্তে আইসিসি-র সেই দম নেই, ভারতকে ছাড়া কোনও টুর্নামেন্ট আয়োজন করার। যে কারণে হাইব্রিড মডেলের আশ্রয় নিয়েছে তারা। তাই ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলছে।
আরও পড়ুন: কোহলি জিরো, বাবরের তুলনায় কিছুই নয়… নাকে ঝামা ঘষে যাওয়ার পরেও হাস্যকর দাবি পাক প্রাক্তনীর
ভারত বাড়তি সুবিধে পাচ্ছে, দাবি বাকিদের
দুবাইতে ভারত সব ম্যাচ খেলার সুবিধে পাচ্ছে বলে, ইংল্যান্ডের প্রাক্তন তারকা নাসের হুসেন এবং মাইক আথারটনরা রোহিত ব্রিগেডকে খোঁচা দিতে ছাড়েননি। এই নিয়ে আলোড়নও পড়েছে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা- সব দেশই ভারতের একই মাঠে খেলার বিষয়টি হজম করতে পারছে না। যেখানে অন্যান্য দেশগুলোকে ঘুরেঘুরে ম্যাচ খেলতে হয়েছে। ভারতের সঙ্গে খেলার জন্য দুই দেশের মধ্যেও যাতায়াত করতে হয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তানকে। এমনকী বর্তমানে ইংল্যান্ড টিমের অধিনায়ক জস বাটলার এবং দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান রাসি ভ্যান ডার দাসেনও ভারত বাড়তি সুবিধে পাচ্ছে বলে দাবি করেছেন।
সৌরভের যুক্তি
তবে সৌরভ গঙ্গোপাধ্যায় নিন্দুকদের চুপ করিয়ে দিয়েছেন। রবিবার সিএবি-র একটি ইভেন্টের ফাঁকে ভারতের প্রাক্তন অধিনায়ক দাবি করেছেন, ‘পাকিস্তানের পিচগুলো অনেক ভালো। সেখানে খেললে, ভারত আরও বেশি রান করত।’
আরও পড়ুন: কোহলির কাটাঘায়ে নুনের ছিঁটে- ফিলিপস কীভাবে ক্যাচটা নিয়েছেন, অভিনয় করে বিরাটকে বোঝালেন জাদেজা- ভিডিয়ো
দুবাই এবং পাকিস্তানের পিচের তুলনা
সৌরভের দাবি খুব একটা ভুলও নয়। পরিসংখ্যান অন্তত তাই-ই বলছে। পাকিস্তানের যে তিনটি শহরে-লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি-তে খেলা হয়েছে, তাতে কিন্তু বড় স্কোরই হতে দেখা গিয়েছে। মোট সাতটি ম্যাচ হয়েছে পাকিস্তান তিনটি ভেন্যু মিলিয়ে। সেখানে দলগুলোর গড় ৩৪.৯৬। আটটি শতরান এবং ১৭টি হাফসেঞ্চুরি হয়েছে। এর মধ্যে দু'টি সেঞ্চুরি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হিসাবে শীর্ষে উঠে এসেছে। এবং ১৪ ইনিংসের মধ্যে ছ'টিতেই দলগুলি মোট ৩০০-র বেশি রান করেছে। উল্টো দিকে দুবাইতে, তিনটি ম্যাচে দলগুলোর গড় মাত্র ২৮। হয়েছে মাত্র তিনটি সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতের (২৪৯) ছয় ইনিংসে সর্বোচ্চ দলীয় স্কোর।