সদ্য পুত্র সন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা। তাঁকে এবং তাঁর স্ত্রী রীতিকাকে অভিনন্দন জানাতে ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার জন্য উড়ে যাবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছিল। যদিও শেষ পর্যন্ত জানা যাচ্ছে, ২২ নভেম্বর থেকে পার্থে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলবেন না রোহিত। আর এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে গিয়ে প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, তিনি যদি রোহিতের পরিস্থিতিতে থাকতেন তবে পার্থ টেস্টে খেলতেন। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে ভারতীয় ꦍদল। শুরু হয়েছে প্রস্তুতি শিবির। চলছে ম্যাচ পরিস্থিতির অনুশীলন।
তবে রোহিত এখন ভারতেই আছেন। পাশে রয়েছেন স্ত্রী রীতিকার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলার সময় থেকেই রোহিতের অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। কিউয়িদের বিরুদ্ধে তৃতীয় টেস্টের শেষে নিজেও রোহিত জানিয়েছিলেন, তিনি নিশ্চিত নন অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারে। এবার সেটাই সত্যি বলে প্রমাণিত হল। মুম্বইয়ের এক হাসপাতালে গতকাল একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রোহিতের স্ত্রী রীতিকা সাজদে। এই জন্য রোহিতকে অভিনন্দন জানিয়েছেন সৌরভ। তবে তিনি এও মনে করেন রোহিতের এবার দ্রুত অস্ট্রেলিয়ায় চলে যাওয়া উচিত। রেভ স্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আশা করব ও তাড়াতাড়ি চলে যাবে। দলে লিডারশি🎀পের প্রয়োজনীয়তা রয়েছে।🧸 আমি জানি গতরাতে তাঁর স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছে। তবে এবার তাঁর যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ায় পৌঁছে যাওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘আজকে ১৬ তারিখ, পার্থে টেস্ট শুরু ২২ তারিখ থেকে। এখনও এক সপ্তাহ বাকি রয়েছে। আমি যদি তাঁর জায়গায় থাকতাম তাহলে পার্থ টেস্ট খেলতাম। কারণ এটা গুরুত্বপূর্ণ সিরিজ। অস্ট্রেলিয়ায় লড়াই সহজ হবে না। ওঁ একজন অসাধারণ অধিনায়ক। ভারতের তাঁকে প্রয়োজন আছে।’ উল্লেখ্য, ২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সিরিজ। WTC-র ফাইনালে পৌঁছতে হলে অবশ্যই এই সিরিজে ভালো ফল করতে হবে ভারতকে। এই সফরে অস্ট্রেলিয়ার বিরু🥂দ্ধে মোট ৫টি টেস্𝓀ট খেলবে টিম ইন্ডিয়া। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ১ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তবে এক মাস আগে ছবিটা অন্যরকম ছিল, পয়লা নম্বরে ছিল রোহিতরা। নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হারের পর হারাতে হয় সেই স্থান।