শুভব্রত মুখার্জি: টি-২০'র যুগে বেশ কয়েক বছর ধরেই চাপের মুখে পড়েছে টেস্ট ক্রিকেট। গোটা বিশ্বজুড়েই পাঁচ দিনের ক্রিকেটকে ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ ধীরে ধীরে কমছে। যার প্রভাব পড়ছে এই ফর্ম্যাটের উপরে। টেস্ট ক্রিকেট থেকে আয় কমার ফলে এই ফর্ম্যাটকে একটু হলেও কম গুরুত্ব দিতে শুরু করেছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডগুলো। এক পথেই হাঁ꧃টছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিও।আর এতে যথেষ্ট বিরক্ত প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়া। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে আইসিসিকে হস্তক্ষেপ করার আ𝓡হ্বান জানিয়েছেন স্টিভ। পাশাপাশি বিসিসিআই সহ সব ক্রিকেট বোর্ডকে টেস্ট ফর্ম্যাটকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ার ফলে রীতিমতো তুলোধোনা করলেন স্টিভ ওয়া।
সম্প্রতি ক্রিকে𓄧ট দক্ষিণ আফ্রিকার এক সিদ্ধান্ত ঘীরে বেশ বিতর্ক তৈরি হয়েছে। তারা তাদের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এসএ২০'কে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে। আর সেই কারণেই তারা নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে। অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে নীল ব্র্যান্ডের মতন একজন সম্পূর্ণ আনকোরা ক্রিকেটারকে। দলে জায়গা পেয়েছেন সাতজন নয়া ক্রিকেটার। যথেষ্ট সমালোচনার মুখে পড়েছে এই সিদ্ধান্ত। কারণ প্রথম সারির ক্রিকেটার সব ক্রিকেটার খ﷽েলবেন এই নয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে। এমন আবহেই এমন চাঁচাছোলা মন্তব্য করেছেন স্টিভ ওয়া।
বিষয়টি নিয়ে বলতে গিয়ে সিডনি মর্নিং হেরাল্ডে স্টিভ ওয়া লিখেছেন, 'সত্যি বলতে তারা (ক্রিকেট বোর্ডরা) এই ফর্ম্যাটটাকেই একেবারেই গুরুত্ব দিতে রাজি নন। আর এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দক্ষিণ আফ্ꦦরিকা ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে। এইধরনের সিদ্ধান্ত কিন্তু ভবিষ্যতে কি হতে চলেছে তার একটা ইঙ্গিত দিচ্ছে। আমি যদি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তি হতাম আমি এই সিরিজটা খেলতামই না। আমি জানি না ঠিক কি কারণে এই সিরিজটা ওরা খেলছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতি তো এটা রীতিমতো অসম্মান করা হয়েছে তাই না! টেস্ট ক্রিকেটের মৃত্যুর কি এখান থেকেই শুরু হয়ে গেল? আমার মনে আইসিসির উচিত ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতন দেশের বোর্ডদের নিয়ে এই বিষয়টিতে হস্তক্ষেপ করা উচিত। ইতিহাস, ঐতিহ্যকে দাম দেওয়া উচিত। আমরা যদি শুধুই লাভের দিকটা দেখি তাহলে তো স্যার ডন ব্র্যাডম্যান, ডব্লু জি গ্রেস,স্যার সোবার্সের মতো ক্রিকেটাররা গুরুত্বহীন হয়ে যাবে। আন্তর্জাতিক ক্রিকেটের থেকে ঘরোয়া টি-২০ লিগকে বেশি গুরুত্ব দিলে তো পতন নিশ্চিত। গত বছরে ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড এক কাজ করেছে।তারা অস্ট্রেলিয🐠়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ছেড়ে দিয়েছে।'