শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় টি২০ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। গৌতম গম্ভীর যুগের শুরুতেই বড় চমক দেখা গেছে। টি২০ বিশ্বকাপ শেষের পরই টি২০ ক্রিকেট থেকে বিদায় নেন দলকে বিশ্বচ্যাম্পিয়ন করা অধিনায়ক রোহিত শর্মা। রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটাররাও এই ফরম্যাট থেকে বিদায় নেন। ফলে অধিনায়ক পদের একাধিক দাবিদার তৈরি হয়েছিল। তবে সবার থেকে এগিয়ে ছিলেন অবশ্যই হার্দিক পাণ্ডিয়া। কারণ দীর্ঘদিন ধরেই তিনি দলে খেলে আসছেন। পাশাপাশি অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন আই𓆏পিএলে। পরের বার রানার্স আপ হয়ে তাঁর দল। এবার মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক হিসেবে ফিরলেও সময়টা ভালো যায়নি তাঁর।
মনে করা হয়েছিল রোহিত পরবর্তী টি২০ অধিনায়ক হবেন হার্দিক পাণ্ডিয়াই। কিন্তু পুরো চিত্রটাই বদলে যায় যখন দেখা যায়,✱ শ্রীলঙ্কা সিরিজের জন্য টি২০ ফরম্যাটে হার্দিক পাণ্ডিয়া নয়, ফাইনাল ম্যাচে ডেভিড মিলারের ক্যাচ ধরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সূর্যকুমার যাদবকে এই পদের জন্য বেছে নেওয়া হয়। এদিকে সূর্যকুমার যাদবের ছোটবলার কোচ বলছেন, তিনি আগে থেকেই অনুমান করেছিলেন এমন একটা খবর আসতে পারে। কারণ দীর্ঘদিন এই ফরম্যাটে আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান দখলে রা🌳খেন সূর্য।
সূর্যর ছোটবেলার কোচ অশোক আসওয়ালকর বলছেন, ‘আমি সূর্যক💝ে আজকে সকালবেলাই মেসেজ করেছিলাম, যে বড় কোনও খবর পেতে চলেছ তুমি। আর বিকেলে যখন খবরটা পেলাম, তখন অত্যন্ত গর্ববোধ হচ্ছিল। আমি খুব খুশি ওর জন্য। অধিনায়কত্ব করার কাজটা একটু আলাদা। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মতো বড় ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘদিন টি২০ ফরম্যাটে খেলে আসায় সূর্য অনেক কিছুই শিখতে পেরেছে ওদের থেকে ’।