ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত। ২০০৭ সালের উদ্বোধনী আসরের পরে ফের টি-২০ বিশ্বকাপে বিজয় পতাকা ওড🌠়াতে ভারতের লেগে যায় দীর্ঘ ১৭ বছর। অবশ্য মাঝে ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ ও ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জেতে টিম ইন্ডিয়া। সেই নিরিখে🗹 বলা যায় যে, ভারত ১৩ বছর পরে ফের কোনও বিশ্বকাপ জিতল এবং ১১ বছর পরে আইসিসি ট্রফি ঢুকল বিসিসিআইয়ের ক্যাবিনেটে।
আপাতত দেখে নেওয়া যাক এবারের টি-২০ বিশ্বকাপ জিতে ভারত কত টাকা পুরস্কܫার পেল। জেনে নেওয়া যাক রানার্স হয়ে দক্ষিণ আফ্রিকার পকেটে ঢুকল কত টাকা। দলগত♏ ও ব্যক্তিগত পুরস্কারের তালিকাতেও চোখ রাখা যাক।
টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর পুরস্কার তালিকা:-
চ্যাম্পিয়ন:- ভারত (ট্রফি ও ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২০ ক🌳োটি ৩৭ লক্ষ টাকা)।
রানার্স:- দক্ষিণ আফ্রিক♉া (ট্রফি ও ১.২৮ মিলꦰিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ কোটি ৬৪ লক্ষ টাকা)।
ফাইনালের স🌼🔴েরা ক্রিকেটার:- বিরাট কোহলি (৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৭৬ রান)।
টুর্নামেন্টের সেরা ক্রিকেটার:- জসপ্রীত বুমরাহ (৮ ম্যাচে ১৫টি উইকেট, ইকনমি-র꧂েট ৪.১৭)।
🧜সব থেকে বেশি রান:- রহমানউল্লাহ গুরবাজ (৮ ম্যাচে ২৮১ রান, ৩টি হাফ-সেঞ্চুরি)।
সব থেকে বেশি উইকেট:- ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং (৮টি করে ম্যাচে ১৭টি করে উই🍎কেট)।
উল্লেখ্য, প্রাইজ মানি ছাড়াও গ্রুপ লিগ ও সুপার এইট রাউন্ডে প্রতিটি ম্যাচ জয়ের জন্য বোনাস পয়েছে দলগুলি। ভারত গ্রুপ লিগে ৩টি ও সুপার এইট রাউন্ডে ৩টি ম্যাচ জ꧒িতেছে। ভারতের গ্রুপ লিগের ১টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। আইসিসি প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলিকে ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ লক্ষ টাকা করে পুরস্কার দেয়। যার অর্থ, ভারত গ্রুপ লিগ ও সুপার এইটের ৭টি ম্যাচ থেকে আয় করে বাড়তি প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা। সেই নিরিখে চ্যাম্পিয়ন হওয়ার ২০ কোটি ৩৭ লক্ষ ও ম্যাচ জয়ের ১ কোটি ৬৯ লক্ষ মিলিয়ে টিম ইন্ডিয়া পকেটে পোরে প্রায় ২২ কোটি ৬ লক্ষ টাকা।
দক্ষিণ আফ্রিকা রানা🌊র্স হওয়ার জন্য ১০ কোটি ৬৪ লক্ষ টাকা ছাড়াও গ্রুপ লিগ ও সুপার এইট রাউন্ড মিলিয়ে মোট ৮টি ম্যাচ জয়ের জন্য প্রায় ২ কোটি ৮ লক্ষ টাকা প♑কেটে পোরে। সুতরাং, এবারের টি-২০ বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকার আয় ভারতীয় মুদ্রায় প্রায় ১২ কোটি ৭২ লক্ষ টাকা।