বুধবার চিন্নাস্বামী স্টেডি💦য়ামে শুরু ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফ꧅াইনালে যাওয়ার জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সিরিজের শুরুর ম্যাচে জয় পাওয়া গেলে দল আত্মবিশ্বাস পাবে বাকি দুই টেস্টে। আর এই সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করতে পারলেন টানা তৃতীয়বারের জন্য লর্ডসের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট হাতে পাবে টিম ইন্ডিয়া।
আꩵরও পড়ুন-খারাপ সময়ে ‘বাবর আজম’ দল থেকে বাদ পড়তেই ক্ষোভ প্রকাশ! পাক বোর্ডের রোষানলে ফা💫খর জামান!
সদ্🍷য বাংলাদেশের বিরুদ্ধে টি২০তে ২৯৭ রান করেছে ভারতীয় দল। এবার বুধবার থেকে শুরু টেস্ট সিরিজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের তিন ম্যাচের অভিযান শুরুর আগে দলের কোচ গৌতম গম্ভীর বলে দিচ্ছেন, দল যেমন আগ্রাসীভাবে ক্রিকেট খেলছে তেমনই খেলবে। ক্রিকেটারদের স্বাভাবিক খেলায় কোনও বদল আনবেন না তিনি।
রোহিত - বিরাটের ফর্ম নিয়ে চিন্তা গৌতির…
ভারতীয় দলের কিউয়ি সিরিজ গুরুত্বপূর্ণ আরও এক কারণে। এখনও পর্যন্ত টেস্টে বিরাট কোহলি এ🦄বং রোহিত শর্মা, দলের দুই সব থেকে অভিজ্ঞ ব্যাটারকেই ছন্দে পাওয়া যায়নি। দল জিতছে বলে হয়ত প্রশ্ন উঠছে না। নাহলে তাঁদের ব্যাটিং কিন্তু একদমই তাঁদের চেনা ছন্দের হচ্ছে না। গম্ভীর নিশ্চয় চাইবেন বর্ডার গাভাসকর সিরিজের আগে দুই ক্রিকেটারই ছন্দে ফিরুন। কারণ রবী শাস্ত্রী, রাহুল দ্রাবিড়রা অস্ট্রেলিয়ায় গিয়ে জিতে এসেছেন টেস্ট সিরিজ। গৌতি না পারলে, সেটা তাঁর ভাবমূর্তিতে ধাক্কাই দেবে।
আরও পড়ুন-বুমরাহকে🍃 ভয়! বর্ডার গাভাসকর ট্রফিতে ওপেনিং ক🉐রবেন না! আগেই বোর্ডকে জানালেন স্মিথ!
একদিনে টেস্টে ৪০০ করতে পারে টিম ইন্ডিয়া…
কদিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে দ্রুততম ৫০ থেকে দ্রুততম ২৫০, সব রেকর্ডই গড়েছে ভারত। এরপর টি২০তেও টেস্ট খেলিয়ে দলগুলোর মধ্যে সর্বোচ্চ রানও করেছে টিম ইন্ডিয়া। এবার ভারতীয় দলের হেড কোচ কিউয়ি সিরিজ শুরুর আগে বলছেন, ‘ক্রিকেটাররা যদি𝄹 নিজেদের স্বাভাবিক খেলা খেলতে চায়, তাহলে কেন তাঁদের আটকাতে যাব? আমরা এভাবেই খেলব। যত বেশি ঝুঁকি, তত বেশি সাফল্য। আবার যত বেশি ঝুঁকি, তত বেশি ব্যর্থতা। একদিনে যদি ৪০০-৫০০ রান করতে পারে ক্রিকেটাররা, তো করুক না। এমন দিনও তো আসবে যখন ১০০ রানেও অলআউট হয়ে যেতে পারে দল। তাই দল আগ্রাসী ক্রিকেটই খেলবে সেটা যেমন পরিস্থিতিই আসুক না কেন ’।
আরও পড়ুন-‘ইন্ডিয়া কো হারানা মুশকিল হি নেহি…’ বিধ্বংসী ভারতকে দেখে আতঙ্কিত কিউ♔য়ি কোচ…
একরকম খেললে কখনও খেলার উন্নতি হবে না…
গৌতি আরও বলছেন, ‘আমরা এমন একটা দল হতে চাই যারা এক🍸দিনে ৪০০ রানও করতে পারে আবার দুদিন ধরে ব্যাটও করতে পারে প্রয়োজনে। এটাকেই বলে খেলার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, আর এটই টেস্ট ক্রিকেট। যদি সব সময় একইরকমভাবে খেল, তাহল🎃ে সেটাকে উন্নতি বলে না। আমাদের দলে এমন অনেক ক্রিকেটার আছে যারা দুদিন ধরে খেলতে পারে। কিন্তু আমাদের প্রথম টার্গেটই থাকে ম্যাচ জেতা। এরপর পরিস্থিতি যদি কখনও ড্র করার মতো আসে, তাহলে সেটা দ্বিতীয় বা তৃতীয় বিকল্প। কিন্তু তাই বলে ক্রিকেটারদের স্বাভাবিক খেলা কখনও আমরা বদল করতে বল না’।