দঃ আফ্রিকার মাঠে গিয়ে দাদাগিরি করে এসেছে ভারতীয় ক্রিকেট দল। টি২০ সিরিজে ৩-১ ফলে জিতেছে। গতবার যখন সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া খেলতে গেছিল দঃ আফ্রিকার তখনও ভালোই পারফরমেন্স ছিল ভারতের। কিন্তু তখনও ভারত যেহেতু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়নি, এই ফরম্যাটে তাই বোঝা যেত না ভারতের আধিপত্য। টি২꧃০তে ভারতই যে এই মূহূর্তে সেরা সেটাই প্রমাণ করেছেন সঞ্জু, তিলকরা।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট ཧপিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজেরꦇ!
সিরিজ শেষের পর আনন্দের সময় মাটিতে রিঙ্কুর টুপি
সিরিজ জয়ের পরই ভারতীয় দলের ক্রিকেটাররা উচ্ছাসে মেতেছিলেন। প্রায় সকলেই আনন্দে আত্মহারা ♑হয়ে যান। কারণ এই সিরিজে আর্শদীপ থেকে বরুণ চক্রবর্তী আবার অভিষেক শর্ম⛄া, সঞ্জু স্যামসন, তিলক বর্মারা চোখে লাগার মতো ক্রিকেটই খেলেছেন। তবে উচ্ছাসের সময়ই রিঙ্কু জাতীয় দলের টুপি পড়ল মাটিতে, তা দেখে যা করলেন ভারত অধিনায়ক সূর্য।
পোড় খাওয়া অধিনায়কের মাথা সূর্যর-
শ্রীলঙ্কার মাটিতে গিয়ে যখন টি২০ সিরিজে সূর্যকুমার যাদব কখনও রিয়ান পরাগ বা কখনও রিঙ্কু সিংদের দিয়ে বোলিং করিয়েছিলেন অনেকেই তখন ভেবেছিলেন হয়ত বা তিনি কিছুটা পরীক্ষা নিরীক্ষা করছেন। তবে তিনি যে ১০০শতাংশ সাউন্ড ক্যাপ্টেন, অর্থাৎ কি করছেন সেটা খুব ভালো ভাবে জেনেই সিদ্ধান্ত নেন, সেটাই প্রমাণ করে দিয়েছেন সূর্যকুমার যাদব দঃ আফ্রিকার বিরুদ্ধে🥀 চতুর্থ টি২০তে। তিনি শুরুর দিকেই আর্শদীপ আর হার্দিকের ৬ওভার করিয়ে নেন প্রোটিয়াদের ব্যাটিংয়ের শিরদাড়া ভেঙে দেওয়ার জন্য।
আরও পড়ুন- পুত্র সন্তানের মা হলেন রিতিকা! রো🥂হিতের পরিবারে নতুন অতিথি! ৩ থেকে ৪ হলেন…
ভাইরাল সূর্যর ভিডিয়ো-
সেই মূহূর্তে বোঝা না গেলেও পরে বোঝা গেল সূর্য খুব ভেবে চিন্তেই নিয়েছেন সিদ্ধান্ত। আশা যাক আসল কথায়, ম্যাচের শেষের রিঙ্কু সিং এসে জড়িয়ে ধরেন সূর্যকিমার যাদবকে। বাকিরাও ছিলেন। তখনই রিঙ্কু সিংয়ের টুপি মাটিতে পড়ে যায়, আর তাতেই পা লেগে যায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। এরপর তিনি দ্রুত সেই টুপি হাতে তꦯুলে নেন।
আরও পড়ুন- IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারক♕ার𒈔…
টুপিতে পা লাগতেই প্রণাম-
দেশের পতাকা থাকে জাতীয় দলে🐼র ট🌄ুপিতে। তাই পা লাগতেই তিনি সেই টুপিতে প্রণাম করেন। এরপর রিঙ্কু সিংকে দিয়ে দেন। ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জয়ের আনন্দের মধ্যেও যে সূর্যকুমার যাদব মাটির সঙ্গেই নিজেকে লেপ্টে রাখতে পেরেছেন সেটাই প্রমাণ করল এই দৃশ্য। একজন অধিনায়কের এমনই হওয়া উচিত, যা অন্য দেশে বিরল।