🐻 ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় বেসরকারি টেস্টের জন্য ভারতীয়-এ দলে নির্বাচিত হয়েছেন তিলক বর্মা। সিকিমের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের পরেই অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন ভারতীয়-এ দলে যোগ দেবেন তিনি। তবে ব্রিট🌟িশ দলের বিরুদ্ধে মাঠে নামার আগে রঞ্জির আসরেই যথাযথ অনুশীলন সেরে রাখলেন তিলক।
সিকিমের বিরুদ্ধে প্লেট গ্রুপের ম্যাচে আগ্রাসী শতরান করেন তিলক। চলতি রঞ্জি মরশুমে ২☂টি ম্যাচের সাকুল্যে ২টি ইনিংসে ব্যাট করতে নামেন তিলক। ২টি ইনিংসেই সেঞ্চুরি 🌼করেন হায়দরাবাদ দলনায়ক। এখনও পর্যন্ত একবারও আউট হননি তিলক।
সিকিমের বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ইনিংসে তিলক ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১১ বলে শতরানের গণ্ডি টপকে যান। তিলক শেষমেশ ১০৩ রানে নট-আউট থাকেন। ক্যাপ্টেন শতরানে পৌঁছনো মাত্রই হায়দরাবাদ তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। তিলক এর আগে সোভিমাতে নাগাল্যান্ডের বিরুদ্ধে রঞ্জি ম্𒁃যাচে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১২ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলে নট-আউট থাকেন।
আরও পড়ুন:-🔯 India-A Squad: তিলক-আর্শদীপ থেকে রিঙ্ক🦩ু সিং, ভারতীয়-এ দলের স্কোয়াডে T20 স্পেশালিস্টরা
এই ম্যাচে সিকিমඣকে প্রথম ইনিংসে ৭৯ রানে অল-আউট করে দেয় হায়দরাবাদ। ২৫ রানে ৬ উইকেট নেন তনয় ত্যাগরাজন। ৩০ রানে ৪ উইকেট নেন চামা মিলিন্দ। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৪৬৩ রান তোলে। তারা সাকুল্যে ৭৮.১ ওভার ব্যাট করে। অর্থাৎ, ওভার প্রতি প্রায় ৬ রান করে সংগ্রহ করে হায়দরাবাদ। একথা বলাই যায় যে, দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যত ওয়ান ডে-র গতিতে রান তোলে হায়দরাবাদ।
তিলক বর্মা ছাড়াও শতরান করেন তন্ময় আগরওয়াল। তিনি ১১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১২৫ বল✨ে ১৩৭ রান করেন। এছাড়া রাহুল সিং ৮৩, রোহিত রায়াড়ু ৭৫ ও চন্দন সাহানি ৫৪ রানের যো♛গদান রাখেন। সিকিমের অঙ্কুর মালিক ২টি উইকেট দখল করেন।
প্রথম ইনিংসের নিরিখে ৩৮৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সিকিম। তারা দ্বিতীয় দিনেই অল-আউট হয়ে যায় ১৮৬ রানে। তনয় ও মিলিন্দ দ্বিতীয় ইন🍬িংসে ৩টি করে উইকেট নেন। মাত্র দু'দিনেই সিকিমের বিরুদ্ধে ১ ইনিংস ও ১৯৮ রানে ম্যাচ জেতে হ🌸ায়দরাবাদ।
উল্লেখ্য, নাগাল্যান্ডকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১ ইনিংস ও ১৯৪ রানে হারিয়ে দেয় হায়দরাবাদ। মাঝে তিলক ভারতীয় দলে সঙ্গে আফগানিস্তান সিরিজে ব্যস্ত থাকার সময়𓄧ে হায়দরাবাদ তাদের দ্বিতীয় ম্য়াচে মেঘালয়কে ১ ইনিংস ও ৮১ রানে পরাজিত করে। এবার সিকিমের বিরুদ্ধেও ইনিংসের ব্যবধানে ম্যাচ জয় হায়দরাবাদের। অর্থাৎ, ৩টি ম্যাচ থেকেই বোনাস পয়েন্ট সংগ্রহ করে নেন তিলকরা।