কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত মরশꦦুমে দুর্দান্ত পারফরম্যান্স। ম্যাচ ফিনিশর হয়ে ওঠেন রিঙ্কু সিং। গোটা মরশুমে দুর্দান্ত খেলার ফলে ভারতীয় রিজার্ভ দলে সুযোগ করে নেন এই নাইট তারকা। সেখানেও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন তিনি। এই মুহূর্তে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। সেখানেও দুর্দান্ত পারফরম্যান্স করছেন রিঙ্কু। অজিদের বিরুদ্ধে প্রথম সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ছক্কা মেরে দলকে জিতিয়েছেন। সেই ওভারে উইকেট হারায় ভারত। ফলে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। সেখান থেকে দলকে জেতান তিনি।
ভারতীয় রিজার্ভ দলের একজন ভরসার ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি। কারণ প্রতি ম্যাচেই কিছু না কিছু করছেন রিঙ্কু। তিরুবনন্তপুরম ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। যদিও এই ম্যাচে 💙বৃষ্টির স🤡ম্ভাবনা রয়েছে। এমনকী ম্যাচের আগেরদিনও এতটাই বৃষ্টি হয়েছে যে আউট ফিল্ডে জল জমে যায়। এই পরিস্থিতিতে আজ অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামছে টিম ইন্ডিয়া।
আর এই ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে তিলক বর্মা ম্যাচ ফিনিশর হয়ে ওঠার ইচ্ছা প্রকাশ ক🍎রলেন। তবে তিনি যে রিঙ্কুর থেকে ম্যাচ ফিনিশর কীভাবে হতে হয় তা শিখছেন তিনি। অজিদের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার বলেন, 'আমি রিঙ্কুর থেকে কীভাবে ম্যাচ ফিনিশর হওয়া যায় তা শিখছি। কারণ ও ভারতের হয়ে ধারাবাহিকভাবে একই পারফরম্যান্স করছে। শুধু এই সিরিজেই নয়, এর আগেও ও নিজে ম্যাচ শেষ করেছে। আমিও করতে চাই এবং আশা করি সামনের ম্যাচে আমি সেটাই করব।'
ভারতের জার্সি গায়ে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিলকও। তাঁর স্ট্রাইকরেটও বেশ ভালো। প্রায় ১৪০। ফলে তিনিও যে টিম ইন্ডিয়াকে💦 ব্যাট হাতে ভরসা দিচ্ছেন, তা বলার অপেক্ষা রাখে না। ফলে প্রত্যাশা থেকেই যায়। কিন্তু এই তরুণ ক্রিকেটার বলেন, দল তাঁকে কোনও রকম কোনও চাপ দেয়নি। তিলক বলেন, 'আমার উপর প্রত্যাশার কোনও চাপ নেই। আমার শুধু একটি ভূমিকা আছে এবং আমাকে দলের জন্য সেই ভূমিকা পালন করতে হবে। আমি ৫ নম্বরে ব্যাট করতে নামি। এটি এমন একটা জায়গা 🎃যা খুব গুরুত্বপূর্ণ। অনেকটাই দায়িত্ব থাকে। আমিও চাই এই দলকে জেতাতে। ফলে নিজেকে অনেকটাই সতর্ক থাকতে হয়।
প্রসঙ্গত, প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তিন উইকেট হারিয়ে ২০৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে সূর্য এবং ইশানের দুর্দান্ত ইনিংসে ভর করে ম্যা✨চ জিতে নেয় ভারত। শেষের দিকে রিঙ্কু সিং ১৪ বলে ২২ রান করেন। পাশাপাশি তিলক মাত্র ১২ রান করেন। গত ম্যাচের মতো এদিনও একই রান করতে চাইবেন না এই তরুণ।